• Uncategorized

    চৌদ্দগ্রাম কাশিনগরে দিনব্যাপী বঙ্গবন্ধু শতবার্ষিকী আয়োজনে প্রশংসিত ইউপি চেয়ারম্যান।

      প্রতিনিধি ১৮ মার্চ ২০২১ , ৬:৪০:৪৫ প্রিন্ট সংস্করণ

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন এর উদ্যােগে দিনব্যাপী ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।কাশিনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন এর সভাপতিত্বে ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এর সঞ্চালনায় দিনব্যাপী পালিত অনুষ্ঠানের মধ্যে ছিলো জন্মশতবার্ষিকী উপলক্ষে পালিত কর্মসূচী শুরু হয় সকাল ৭ঘটিকায় কাশিনগর ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন এর মাধ্যমে, এরপর শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম, তারপর পালিত কর্মসূচী টি এই প্রথম কাশিনগর ইউনিয়ন পরিষদের করা ব্যতিক্রমী কর্মসূচী এবং এই কর্মসূচী গ্রহণ করায় উপস্থিত জনসাধারণের নিকট থেকে প্রশংসা কুড়িয়েছেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন। কর্মসূচি টি হলো ইউনিয়ন এর ১৭ টি মাদ্রাসায় অধ্যায়নরত ৩০০০ শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ,এরপরই শুরু হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এর কাজ সবশেষে মুনাজাত।দুপুর শেষ হওয়া মাত্র ই শুরু আলোচনা সভা বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে বক্তব্য প্রদান এবং ইউনিয়ন পরিষদ এর উদ্যােগে বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে শিক্ষার্থীদের প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরুষ্কার বিতরনী কার্যক্রম।পুরুষ্কার বিতরণ এর সমাপ্তির মূহুর্তে সকলের মধ্যে মিষ্টি বিতরণ সম্পন্ন করার সাথে সাথে দিনের আলো বিদায়, সন্ধায় শুরু হলো দিনব্যাপী কর্মসূচির সর্বশেষ ও জাঁকজমকপূর্ণ কর্মসূচী ইউনিয়ন পরিষদ এর মিলনায়তনে চারদিকে ঘিরে বসে পড়েছে ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ সামনে ই রয়েছে একটি একটি করে আতশবাজি,সব মিলিয়ে ১০১ টি আতশবাজি, ইউনিয়ন পরিষদের আলোকসজ্জা ও আতসবাজি ফোটানোর দৃশ্য দেখতে তাৎক্ষণিক পুরো ইউনিয়ন লোকসমাগম, শুরু হলো স্লোগান এবং ১০ পাউন্ড এর কেক সাজানোর কাজ।এবং দিনব্যাপি নেওয়া কর্মসূচির সর্বশেষ প্রান্তে শুরু হলো স্লোগান একই সাথে আতশবাজি ফোটানো। সবশেষে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।এসময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন,ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ,সহ-সভাপতি এনামুল হক হাজারী, আ’লীগ নেতা ফরিদ উদ্দিন মিয়াজী আহমেদ, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি বাহারুর রহমান, ইউপি সদস্য আলমগীর হোসেন, জামাল উদ্দিন মিজান, অশ্বদিয়া মাদরাসার অধ্যক্ষ আব্দুল করিম, জয়ঙ্গলপুর মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ ইফতেখার আলম এবং ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ