• সাহিত্যে

    “খ্যাত আমি” কলমে: ববি

      প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২২ , ৪:৩৩:০৬ প্রিন্ট সংস্করণ

    খ্যাত আমি
    কলমে: কানিজ তানজিমা ববি

    গ্রামে জন্ম নেয়ায় খ্যাত আমি!
    গ্রাম্য পরিবেশে বড় হওয়ায় খ্যাত আমি!

    ডুপ্লেক্স মাটির দোতলা বাড়িটার সামনেই
    তিনবিঘার জলা পুকুরে ডিঙিনৌকা!
    দাদু,আস্ত এক তালগাছ খোদাই করে বানিয়ে নিয়েছিলো এই ডিঙি!

    সমুদ্র সৈকতে কোনোদিনই যাওয়া হয়নি আমার!
    কিন্তু এই ডিঙিনৌকায় আমাদের সেই পুকুরেই সমুদ্রের বিশালতা খুঁজে পেতাম আমি!
    শৈশব কৈশোরের সেই দাপাদাপি করা আমি
    যৌবনেও ঐ ডিঙিতেই সামুদ্রিক জাহাজের ক্যাপ্টেন হতাম!
    সাথে থাকতো নিলু,বিলু,তেলপি,কণি,বিনো,আসেদা, শুটকি,রোজিনা,নার্গিস,রেহেনা,বাচি।

    আমি যেনো সর্দার্নি ছিলাম ওদের!!!!

    পুকুরে জাল ফেলে নিজেই তুলে আনতাম
    কৈ,রুই,মিড়কা, পুঁটি, চিংড়ি,খোলশা, তেলাপিয়া।
    প্রায় দিনই বসতাম বর্শি নিয়ে।
    আর সেই মাছ মায়ের কড়াইতে না,আমরাই মাটি খুঁড়ে চুলা বানিয়ে,বসে যেতাম বনভোজনে!

    আহা!সেই রান্না!

    কিযে সুখ বর্ণনাতীত!!!!!

    একদিন কেউ একজন বলেছিলেন আমায়
    ঘরের মধ্যে করো কি?
    বাইরে ঘুরতে পারোনা!
    খ্যাত কোথাকার!
    বুঝেছিলাম সেদিন, সত্যিই তো খ্যাত আমি!

    সেই গ্রাম্যতা নিয়ে আজীবনের তরে
    খ্যাতই থাকতে চাই আমি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ