• Uncategorized

    মানিকগঞ্জ জেলার দিঘুলিয়া ইউনিয়ন কে টাংগাইলে জেলায় ‍রূপান্তর করার চেস্টা চলছে। 

      প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২০ , ৯:২৩:০০ প্রিন্ট সংস্করণ

     

    মো আরিফুর রহমান অরি, মানিকগঞ্জ প্রতিনিধিঃ

    মানিকগঞ্জ জেলারসাটুরিয়া থানাধীন দিঘুলিয়া ইউনিয়ন কেসম্প্রতি টাঙ্গাইল জেলারকিছুক্ষমতাসীন ব্যক্তিবর্গ মিলেতাদেরজেলারঅন্তর্ভুক্ত করতেচাচ্ছে!সেলক্ষ্যে তারাকাজচালিয়েযাচ্ছেকয়েকদিন ধরেই।সারাদেশেনতুনকিছুউপজেলাগঠনকরাহবেসেজন্যতারাআপ্রাণচেষ্টাচালিয়েযাচ্ছেএইঅংশযুক্তকরেএকটিউপজেলাগড়ারজন্য। উল্লেখ্য…নাগরপুর উপজেলার পাকুটিয়াইউনিয়ন ও মোকনা ইউনিয়ন..দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়ন ও লাউহাটি ইউনিয়ন…মিজাপুরউপজেলার আনাইতারা ইউনিয়ন ও বানাইল ইউনিয়ন …সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়ন সহমোট ৭ টি  ইউনিয়ন নিয়ে নতুন করে ধলেশ্বরীউপজেলা পরিষদ নামকরণের উদ্যোগনেওয়া হচ্ছে।এতে সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের সবস্তরের জনমনে হতাশা ওউৎকন্ঠা ও  ‍দুঃচিন্তা বিরাজ করচ্ছে ।   দিঘুলিয়াইউনিয়নের আওয়ামী-লীগ ও অংঙ্গ সংগঠনের নেতারা জানান.. এমনিতেই আমাদেরমানিকগঞ্জ জেলাটিঅনেকটাই ছোটএখনআর ওএকটিইউনিয়ন যদিআমাদেরহাতছাড়া হয়েযায়তাহলেআমাদেরমানিকগঞ্জের ই বিশাল লোকসান হবে।মানিকগঞ্জ ছাড়বোনা টাঙ্গাইলে’র হবো না।এই প্রতিপাদ্য সামনেরেখে প্রস্তাবিত টাংগাইল জেলাধীন ধলেশ্বরী উপজেলাতে সাটুরিয়ার ০২নংদিঘলিয়া ইউনিয়নযাতেসংযুক্ত নাকরাহয়,শুধুমাতৃত্ববোধের এইপ্রাণের দাবীতেসোচ্চার হয়েজেলা,উপজেলাও দিঘলীয়া ইউনিয়নের বিভিন্ন পেশাজীবি’র মানুষপ্রতিবাদজানান।  এলাকাবাসী জানান ,দিঘুলিয়া ইউনিয়নবাসী কখনো সাটুরিয়া উপজেলা ও মানিকগঞ্জ জেলা ওসাটুরিয়া উপজেলা বাহিরে অন্তর্ভুক্ত হতে চাই না । আমরা  ৯টি ইউনিয়নের মানুষ  দীর্ঘদিন যাবৎ সুসম্পকের বন্ধনে আবন্ধ হয়ে আছি এবং থাকবো ।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জনাব জাহিদ মালেক, এমপি, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলারদিঘুলিয়া ইউনিয়নের অনেক উন্নয়ন করেছে ।এ অবস্থায় আমিমানিকগঞ্জ-৩ আসনের (সাটুরিয়া, মানিকগঞ্জ সদর)এরমাননীয়মন্ত্রী মহোদয়সহমানিকগঞ্জের বড়বড়ব্যক্তিবর্গের নিকটবিশেষ আবেদন সাটুরিয়ার উপজেলারদিঘুলিয়া ইউনিয়ন কে প্রস্তাবিতধলেশ্বরী থানায়সংযুক্ত না করা হয় । সাটুরিয়া ২ নং দিঘলিয়া ইউনিয়ন বাসীদের যেনটাঙ্গাইল জেলারপ্রস্তাবিত ধলেশ্বরী উপজেলায় অন্তর্ভুক্ত নাকরাহয়।সেজন্যে সাটুরিয়া উপজেলার নির্বাহি অফিসারজনাবআশরাফুল আলমসাথেদিঘলিয়া ইউনিয়ন বাসীরমতসভাঅনুষ্ঠিত হয় ও সংশ্লিষ্ট’দেরনিকটস্মারকলীপি/আবদন তুলে দেন। উপজেলার নির্বাহি অফিসারজনাবআশরাফুল আলম উক্ত ধলেশ্বরী উপজেলার সংশ্লিষ্ট’দেরনিকটএ স্মারক লীপিতুলেদেন। সাটুরিয়ারউপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জানান… উপজেলার নির্বাহি কর্মকর্তাকে অবিহিত করে  স্মারক লীপি তুলে দেওয়া হয়েছে ও মানিকগঞ্জ জেলা প্রশাসকে বিষয়টি জানানোহয়েছে।তিনি আরো বলেন ,দিঘুলিয়া ই্উনিয়ন কে অখন্ডতা বজায় রাখতে মানিকগঞ্জবাসী এক হয়েকাজ করে যাচ্ছি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ