• Uncategorized

    সিরাজদিখানে তিন গাছ চোর গ্রেফতার 

      প্রতিনিধি ২৩ মার্চ ২০২১ , ১:৩৪:১৪ প্রিন্ট সংস্করণ

    মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৩ জন গাছ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ২২ শে মার্চ দিবাগত-রাত ২টায় এসআই জিয়াউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স  উপজেলার বাসাইল ইউনিয়নের  পলাশপুর গ্রামের আশ্রয়কেন্দে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এ-সময় তাদের কাছ থেকে  চুরির ব্যবহারিত দুইটি গাছ কাটার কড়াত দুইটি কুড়াল লায়লনের রশি উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীরা হলেন কুমিল্লা জেলার হোমনা উপজেলার নিলক্ষী গ্রামের মোবারক হোসেনের ছেলে তাইজুল ইসলাম তাজু (৩২)জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া গ্রামের মৃত দবিরউদ্দিনের ছেলে মো: শফিকুল ইসলাম (৩২)মো: আইয়ুব (২২) এরা ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের ফেরীঘাট এলাকার লাল চাঁন মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

    সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এসএম জালালউদ্দিন জানান গত ১৩ জানুয়ারী ২০২১ইং তারিখে প্রর্বতনা হাউজিং সোসাইটির ১১ টি আকাশি গাছ চুরির একটি মামলা হয়। আমরা অনেক পর্যবেক্ষন করে সিসিটিভির ফুটেজ দেখে চোরা গাছ বহন করা ট্রাককে সনাক্ত করে কুমিল্লা থেকে ট্রাকচালক কে গ্রেফতার করি। তাহার দেওয়া শীকারোক্তি জবানবন্দির ভিত্তিতে আমরা আরো দুই চোরকে গ্রেফতার করি। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। আরো যারা জরিত তাদেরও দ্রুত গ্রেফতার করবো।

    উল্লেখ্য গত ১৩ জানুয়ারী উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর প্রর্বতনা হাউজিং সোসাইটির  ১১ টি আকাশী গাছ চুরি হলে হাউজিং সোসাইটির কেয়ারটেকার মো: নুরুমিয়া (৭৫) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ