• সাহিত্যে

    “চল ছুটি স্কুলে” কলমে-কণা মির্জা

      প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২২ , ৪:৩৫:৩২ প্রিন্ট সংস্করণ

    চল ছুটি স্কুলে
    কলমে-কণা মির্জা

    এই জীবনের শেষ অধ্যায়ে
    হঠাৎ পাগলামি,
    আমায় যদি কেউ বলে
    লাবণ্য,চল ছুটি স্কুলে যাবি?

    পিয়াসের হাত ধরে
    আঁকাবাঁকা মেঠো পথে-
    মাঘের শীত মাড়িয়ে খালি পায়ে ভেজা পথে
    শিমুলের ফুল আর বড়ই কুড়িয়ে
    বড্ড দেরি হলো পিয়াস, চল স্কুলে।

    স্কুল মাঠে গিয়ে সঙ্গীতের লাইনে
    সবে মিলে করি পাঠ, শপথ নিয়ে,
    লেফট রাইট হাত উচিয়ে
    ছুটে চলি ক্লাস রুমে,সোজা লাইন ধরে।

    রশীদ স্যারের ব্যাঙোমি আর গল্পে
    সূর্যের চারপাশে দুনিয়াটা ঘোরে!
    ঝাপসা চোখে মনে পড়ে কালো ব্লাকবোর্ডে
    অ-এ অজগর ঐ আসছে তেরে।

    পিয়াসের দুষ্টমি আর গল্প দেখে
    দু বেদ মার খেয়ে খলখলিয়ে হাসে
    মারতো নয় যেন আদর হেডমাস্টারের
    ভীষণ ভালোবাসতো শিশুদের।

    পড়াশোনা কিছু নেই সিলেট হাতে
    খেলা ধুলো আর আড্ডায় দিন কাটে,
    স্কুলে যেতে কি যে ভালো লাগে
    ভোর হলেই ছুটতাম স্কুল মাঠে।

    চলনা পিয়াস ছুটি, দরজাটা খুলি
    টিফিন টাইমে হবে খুঁনসুটি,
    বেসুরে গান হবে,কবিতায় ছন্দ খুঁজি?
    কানামাছি না হয় ছুটে পালায় লুকোচুরি।

    প্রাইমারি হবে শেষ, এবার হাই স্কুল
    কোন বেঞ্চে আগে বসবো
    পাশে কোন বন্ধু?
    কথা কিন্তু পাক্কা বসবি আমার পাশে?
    সামনের সেভেন ক্লাসে, ছেলে-মেয়ে আলাদা হবে।

    বন্ধুদের সাথে খেলা দুরন্ত ছুটে চলা
    কি করে ভুলে থাকা হাইস্কুলের স্মৃতি-কথা,
    কেটে যেত ৬ঘন্টা ফাঁকি-বাজি আর ঘুমে
    সেই মলিন মুখে ক্লান্ত ফড়িং ফিরে আসতো নীড়ে।

    শেষ হলো স্কুল জীবন
    কাটিয়ে ভালো-মন্দে,
    আজ ভীষণ মনে পড়ে
    বিচ্ছেদ হলো দশমিতে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ