• রংপুর বিভাগ

    ঘোড়াঘাট উপজেলায় স্কুলের সাথে সরকারি আশ্রায়ন প্রকল্পের কাজে ছাত্রদের বাঁধা।

      প্রতিনিধি ১১ এপ্রিল ২০২২ , ১১:৩১:১২ প্রিন্ট সংস্করণ

    এম এ মান্নান সরকার-ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি:

    গত ০৯/৪৪/২০২২ইং তারিখে সরকারি আশ্রায়ন প্রকল্পের স্কুল ছাত্ররা বাধা দিয়ে বগুড়া টু দিনাজপুর গামি মহাসড়ক অবোরোধ। জানা যায়,দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় পৌরসভার প্রানকেন্দ্রে অবস্হিত ঘোড়াঘাট কে সি পাইলোট স্কুল এন্ড কলেজ বিগত প্রায় একশত বছর আগে প্রতিষ্ঠিত হয়ে অদ্যবদি সুনামের সহিত আজও মাথাউচু করে দারিয়ে আছে। স্কুলের একই দাগের জমি সরকারি খ তপশিল ভুক্ত থাকায় স্কুল কতৃপক্ষ সেখানে আম বাগান লাগিয় ছাত্রদের সুবিধায় ভোগদখলকার আছে। এমতা অবস্তায় সরকারের আশ্রায়ন প্রকল্পের জন্য ঘড় তৈরির সিদ্ধান্ত গ্রহন করে কার্যক্রম শুরু করিলে স্কুলেছাত্র ছাত্রী এবং এলাকার সুধিজন এবং শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটি সহ বিষয়টা সংশ্লিষ্ট কতৃপক্ষকে বুঝিয়ে বলেন যে, এখানে আবাসনের কাজ হলে স্কুলের শিক্ষার পরিবেশ নষ্টো হবে অতএব জায়গাটি স্কুলের ভবন নির্মানের জন্য প্রদান করা হোক এবং আবাসন প্রকল্পের কাজ অন্যত্রে সরিয়ে নেয়া হোক। কিন্তু কিছুতেই কিছু না হলে ছাত্র ছাত্রীরা মিছিল নিয়ে মহাসড়কে গিয়ে অবরোধ সৃষ্টি করেন এবং পরিশেষে ঘোড়াঘাট থানার ভার প্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবু হাসান সাহেব ঘটনা স্হলে গিয়ে ছাত্রদের আশ্বাস্ত করে অবরোধ প্রত্যাহার করান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ