• আমার দেশ

    দেশের সম্পদ আত্মসাৎকারীদের জনগণ আর ক্ষমতায় দেখতে চায়না-মুফতী ফয়জুল করীম

      প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৩ , ১০:৩০:৫৬ প্রিন্ট সংস্করণ

    দেশের সম্পদ আত্মসাৎকারীদের জনগণ আর ক্ষমতায় দেখতে চায়না-মুফতী ফয়জুল করীম

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, আজ দেশের মানুষ দিশেহারা, লাঞ্চিত, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, দেশে শান্তি নাই- স্বস্তি নাই, ধুকে ধুকে মরছে দেশের জনগণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। যারা জনগণের ভোটাধিকার হরণ করছে, যারা দেশের সম্পদ লুটপাট করে নিজেরা সম্পদের পাহাড় গড়েছে, যারা দেশের জনগণের কথা ভাবে না, তারা ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তোরণে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং সংখ্যানুপাতিক নির্বাচন (চজ) পদ্ধতির প্রবর্তন করতে হবে।

    লক্ষ্মীপুর জেলা লিল্লাহ জামে মসজিদ চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখা আয়োজিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে এইচ.এম.ইসমাঈল সিরাজীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সভাপতি লক্ষ্মীপুর সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অনারারী ক্যাপ্টেন (অবঃ) মুহা. ইব্রাহীম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মুফতী একেএম আবদুজজাহের আরেফী, ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সেক্রেটারি মাওলানা মহি উদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা আ.হ.ম নোমান সিরাজী, মাওলানা জহির উদ্দিন,

    মুফতী মুহাম্মদ শরীফুল ইসলাম, মাওলানা ইমরান হোসাইন, মাওলানা আবুল হাসান, মুফতী আশরাফুল ইসলাম, ডা. নাসির আহমদ, মুহাম্মদ মোফাচ্ছেল খাঁন, মুহাম্মদ হাবিবুর রহমানসহ প্রমুখ নেতৃবৃন্দ। মুফতী ফয়জুল করীম বলেন- দেশ এখন সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। সুস্থ ধারার রাজনীতির একজন ক্যারিশমাটিক নেতার উপর এই আক্রমণ এটাও প্রমাণ করে যে, নির্বাচন ব্যবস্থার মতো দেশের রাজনৈতিক ধারারও বিলুপ্তি ঘটিয়ে আওয়ামীলীগ এখন একদলীয় শাসনের পথে হাঁটছে। সরকার, প্রশাসন ও নির্বাচন কমিশন সবাই যেন জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আওয়ামী সরকার এদেশে যে পরিমাণ সন্ত্রাসী করেছে তা জাহেলিয়াত কে হার মানায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ