• রংপুর বিভাগ

    নীলফামারীতে ট্রাক্টরেরধাক্কায় প্রাণ গেল মটোরসাইকেল আরোহী সেনা সদস্যের

      প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২২ , ৪:৩৪:৩৩ প্রিন্ট সংস্করণ

    উজ্জ্বল আহমেদ-নীলফামারী জেলা প্রতিনিধিঃ

    নীলফামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক সেনাবাহিনীর সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে জেলা সদরের খোকশাবাড়ি ইউনিয়নের রামকলা সোনারডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মৃত মাহিদুল আব্দুস সাত্তারের ছোট ছেলে। স্থানীয়রা জানান,মোটরসাইকেল যোগে ভুল্লির দিকে যাচ্ছিলেন মহিদুল ইসলাম। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা ভুট্টা নিয়ে একটি ট্রাক্টরের সাথে ধাক্কা লাগলে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতলে নেওয়ার পথে মারা যান সেনা সদস্য মহিদুল।

    স্থানীয়রা আরও জানান, “৩০দিনের ছুটিতে শনিবার বাড়িতে আসেন মহিদুল। যশোর সেনানিবাস থেকে তার বদলী হয় ঢাকা সেনানিবাসে। বদলীজনিত ছুটিতে বাড়িতে আসেন তিনি। আজ দুপুরে দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভুল্লি এলাকায় আত্মীয়ের বাসার দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে মারা যান তিনি।”

    নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের মেডিক্যাল অফিসার জুলফিকার আলী নবাব বলেন, “সোয়া একটার দিকে হাসপাতালে নেয়া হয় এই রোগীকে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। নীলফামারী থানার অফিসার ওসি আব্দুর রউপ জানান,“মৃতদেহ হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরটি পুলিশ হেফাজতে রয়েছে।”

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ