• বরিশাল বিভাগ

    গ্রাম বাংলার শত বছরের ঐতিহ্য মোহনীয় বাশির সুরে হৃদয় কাড়ে

      প্রতিনিধি ২ অক্টোবর ২০২৩ , ৩:৩৪:৩৮ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ-স্টাফ রিপোর্টার:

    গ্রাম বাংলার বাঁশি-বাঙালীর মধুময় ছন্দের সুর বাঁশি মর্মভেদী আদিম সঙ্গীত যন্ত্র। এই উপমহাদেশে বাঁশির প্রচলন সেই আদিকাল থেকে অব্যাহত আছে। বাঁশির সুর নিরাকার শক্তি। সত্যপথে যে জ্ঞানের ভিতর চৈতন্য আছে। বোধের মাধ্যমে এ নিরাকার শক্তিকে বুঝতে হয়। প্রাচীন ভারতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা ধর্মগান পরিবেশনের সঙ্গে বাঁশি ব্যবহার করতো। এই বাঁশি বাঙালীর হৃদয়ের চিরন্তন ঐতিহ্যের সুর। কখনও মনে আসে পৌরাণিক উপাখ্যানের কৃষ্ণ নীপবনে বাঁশি বাজিয়ে আমন্ত্রণ জানাচ্ছে রাধাকে।

    ১২০ বছরের সেই পুরনো ঐতিহ্যকে স্মরণে মধুর সুরে বাঁশির শব্দ ভেসে আসে পটুয়াখালী বাউফল উপজেলাধীন কাছীপাড়া ইউনিয়ন ছত্রকান্ধা গ্রাম বাংলা নগরীতে। কারখানা মাধ্যমিক বিদ্যালয়ের (অবঃ) প্রধান শিক্ষক মোঃ সিদ্দক আকন এর বড় ছেলে নৌ বাহিনীর সদস্য (অবঃ) মোঃ মহিবুল্লাহ৷ সম্প্রতি ২১ফেব্রুয়ারি ২০২০ইং বাংলাদেশ নৌবাহিনী থেকে অবসরে জান ৷ দিনের বাঁশির সুর শহরের যানবাহনের শব্দে চাপা পড়ে। তবে নির্দিষ্ট স্থানের স্বল্প পরিধিতে শোনা যায় রাতের বাঁশির সুরের তীর বিঁধে দেয় কাছীপাড়া ইউনিয়ন গ্রামবাসীর হৃদয় স্পন্দনে ৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ