• রংপুর বিভাগ

    গ্রামীন সংস্কৃতি বিকাশের লক্ষে পলাশবাড়ী বাউল কল্যাণ পরিষদের কমিটি গঠন।

      প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২২ , ১১:১৬:০৩ প্রিন্ট সংস্করণ

    সাগর আহম্মেদ-পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:

    স্বাধীনতার চেতনায় মানুষ কে উজ্জীবিত করার প্রয়াসে ও অপসংস্কৃতিকে প্রতিরোধ করতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বাউল শিল্পীদের সংরক্ষণ ও পূর্ণবাসনের মাধ্যমে কল্যাণ করার লক্ষে নিয়ে “পলাশবাড়ী বাউল কল্যাণ পরিষদ ” নামে এই সংগঠনটি গঠন করা হয়েছে। যাহার অস্থায়ী কার্যালয়ের স্থান হবে পলাশবাড়ী পৌর শহরের গাইবান্ধা বাসস্ট্যান্ড, জামালপুর, পলাশবাড়ী, গাইবান্ধা। সংগঠনের প্রতিষ্ঠাতায় ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২২ ইং তারিখ বাদ মাগরিব পলাশবাড়ী পৌর শহরে অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় কমিটি গঠন করা হয়। এ কমিটির উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টাসহ ১১ জন মনোনীত হয়েছেন। এছাড়াও ৩১ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে ।

    প্রধান উপদেষ্টা
    সাংবাদিক আশরাফুল ইসলাম
    সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট পলাশবাড়ী উপজেলা শাখা, গাইবান্ধা।

    উপদেষ্টা পরিষদ সদস্যগণ হলেন,
    ১। সাংবাদিক মিজানুর রহমান মিলন মন্ডল প্রতিষ্ঠাতা পরিচালক সন্ধি একাডেমী পলাশবাড়ী গাইবান্ধা।

    ২। সাংবাদিক সিরাজুল ইসলাম রতন
    সাধারণ সম্পাদক,
    পলাশবাড়ী প্রেসক্লাব, গাইবান্ধা।

    ৩। মাহমুদুজ্জামান প্রান্ত
    সাবেক সাধারণ সম্পাদক
    জাতীয় শ্রমিকলীগ পলাশবাড়ী উপজেলা শাখা, গাইবান্ধা।

    ৪। আশরাফুল ইসলাম তিতাস
    সভাপতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট পলাশবাড়ী উপজেলা শাখা, গাইবান্ধা।

    ৫ । শাহজাহান মিয়া
    পরিচালক
    শাওন এন্টারপ্রাইজ
    পলাশবাড়ী, গাইবান্ধা।

    ৬। শরিফুজ্জামান পল্বব প্রধান
    যুবলীগ নেতা
    পলাশবাড়ী, গাইবান্ধা।

    ৭। সাংবাদিক আশরাফুজ্জামান সরকার
    সহ সাধারণ সম্পাদক
    পলাশবাড়ী প্রেসক্লাব,
    গাইবান্ধা।

    ৮। কবি ও সাংবাদিক হাসিবুর রহমান স্বপন
    সাধারণ সম্পাদক, সম্মিলিত সাংস্কৃতিক জোট পলাশবাড়ী উপজেলা শাখা, গাইবান্ধা।

    ৯। আকতারুজ্জামান প্রধান টিটু
    সভাপতি তাঁতীলীগ পলাশবাড়ী উপজেলা শাখা, গাইবান্ধা।

    ১০। সাকলাইন মাহমুদ সজীব।
    সাধারণ সম্পাদক, তাঁতীলীগ পলাশবাড়ী উপজেলা শাখা, গাইবান্ধা। কে উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত করা হয়েছে।

    উপজেলা জুড়ে সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে গ্রামীন সংস্কৃতির বিকাশ ও বাউল সংস্কৃতির পূর্ণবাসন করতে “পলাশবাড়ী বাউল কল্যাণ পরিষদ” পলাশবাড়ী গাইবান্ধার কার্যনির্বাহী নির্বাহী কমিটি গঠনে সাংবাদিক আশরাফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত সংগঠনের আগ্রহী সদস্যদের মতামতের ভিক্তিতে উপদেষ্টা পরিষদ গঠন করা হইলো। প্রধান উপদেষ্টাসহ সাধারণ সদস্যদের মতামতের ভিক্তিতে মৌখিক সমর্থনের মাধ্যমে ” পলাশবাড়ী বাউল কল্যাণ পরিষদ গাইবান্ধা এর ২১ সদস্য বিশিষ্ট ত্রি বার্ষিক কার্যনির্বাহী কমিটির গঠন করা হয়েছে৷

    কার্যনির্বাহী কমিটির সভাপতি- মাসুদ পোদ্দার,সহ সভাপতি- মিনু শেখ,সহ সভাপতি – জাইদুল ইসলাম,সাধারণ সম্পাদক- আহসান কবির মিলন চিশতি,সহ সাধারণ সম্পাদক-ঠান্ডা সাধু,সাংগঠনিক সম্পাদক- আকাশ আহম্মেদ পলাশ, বাদ্যযন্ত্র বিষয়ক সম্পাদক- আরেফিন সাগর চিশতি,ক্যাশিয়ার -সরোয়ার কবির মজনু,প্রচার সম্পাদক- ভোলা পোদ্দার,দপ্তর সম্পাদক- হোসেন আলী,মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক- মফেলা পাগলী।

    কার্যকরী নির্বাহী কমিটির সদস্যরা হলেন।
    ১। আনিস মিয়া বয়াতি,২। সবুজ মিয়া বয়াতি,২। বিপ্লব ঢোলী,৩। তুহিন মিয়া,৪। ফজলু বয়াতি,৫। শম্পা বয়াতি,৬। শহিদুল ইসলাম,৭। খলিফা শাহিন মন্ডল,৮। আশরাফুল ভান্ডারী,৯। শাহ আলম মন্ডল,১০। মাহফুজ সরকার,১১।সঞ্জু বয়াতি,১২। শেখ রিয়াদ,১৩।শেখ সজিব,১৪। রাশেদুল ইসলাম লিমন,১৫। শ্রী প্রদীব কুমার,১৬। রবিউল ইসলাম,১৭। রেজাউল করিম,১৮। জাহিদুল ইসলাম,১৯। অন্তর মিয়া,২০। ফরহাদ মিয়া।

    সর্বসম্মতিক্রমে আগামী তিন বৎসরের জন্য পলাশবাড়ী বাউল কল্যাণ পরিষদের ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হইলো, যাহা উপদেষ্টা পরিষদ কর্তৃক অনুমোদন করেন প্রধান উপদেষ্টা সাংবাদিক আশরাফুল ইসলাম। নবম গঠিত কমিটির নেতৃবৃন্দ সর্বস্তরের মানুষের সহযোগীতা ও দোয়া কামনা করেছেন৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ