• সিলেট বিভাগ

    কৃষক বাঁচলে দেশ বাঁচবে

      প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২২ , ৪:০৬:৩৬ প্রিন্ট সংস্করণ

    আব্দুল হালিম-বিশ্বনাথ সিলেট প্রতিনিধি:

    সিলেট জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। উন্নয়নের সুফল ও পাচ্ছে জনগণ। এ উন্নয়নের লক্ষ্যে যাত্রা কারো মিথ্যাচারে থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন তিনি। শেখ হাসিনার হাত ধরেই আজ বাংলাদেশে উন্নয়ন এসেছে। নতুন প্রজন্মকে এ উন্নয়নের যাত্রায় শামিল করতে হবে। দেশে সামাজিক নিরাপত্তার ক্ষেত্র বাড়ানো হয়েছে।
    তিনি আরও বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের উন্নয়নে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। সার, বীজ, বিদ্যুৎ কোনো কিছুর অভাব কৃষকের নেই। কৃষক ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন। সেই সঙ্গে ভোক্তার কাছেও চাল যৌক্তিক মূল্যে পৌঁছে দেওয়া হচ্ছে।

    রোববার ১৩ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নে খাজাঞ্চী গাঁও ও কৃষ্ণপুর গ্রামের কৃষক গ্রুপের আয়োজনে সৌরশক্তি ও পানি সাশ্রয়ী আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি পাইলট প্রকল্পের আওতায় স্হাপিত “ব্যারিড” পাইপ এর শুভ উদ্ভোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মাওলানা আফিজ খান এর সভাপতিত্বে ইউনিয়ন ছাত্রলীগ নেতা লাহিন নাহিয়ান এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের কৃষি প্রকৌশলী মো. ইখলাছ আশরাফ, বিশ্বনাথ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সজিব সরকার।

    কৃষক গ্রুপের সদস্য সাবুল খান এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় এসময় উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ত্রান ও পূনর্বাসন সম্পাদক হাজী আব্দুল মতিন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা চমক আলী মেম্বার, পৌর আওয়ামীলীগের সদস্য মো. দবির মিয়া, ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার গয়াছ উদ্দিন খান, নব নির্বাচিত মেম্বার জিসু আচার্য্য, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আর জে সিজিল মিয়া, কৃষক গ্রুপের সভাপতি লকুছ খান, সহ সভাপতি আব্দুল খালিক, সাধারণ সম্পাদক দবির মিয়া, সহ সাধারণ সম্পাদক শামসুজ্জামান খান, কোষাধক্ষ্য মো. লকুছ খান, সদস্য মো. আশরাফ হোসেন, আফরোজ আলী, রিয়াজ উদ্দিন খান, লুৎফুর রহমান, ইসমাইল খান, খুশিদ আলী, তৈয়ব আলী, মো. আব্দুল হামিদ, মো. নুরুজ আলী, মো. কয়ছর খান, আইয়ুব খান, মদরিছ আলী, নুর ইসলাম, তাইব খান, বারিক মিয়া, মো. জুবায়ের খান, মো. সুজন খান, মো. আফজল খান, মো. ফয়জুল খান, মো. কমর আলী, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি সমর আলী, স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি শহিদ খান আতাসহ প্রমুখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ