• Uncategorized

    মাধবপুরে মেয়র হলেন বিএনপি’র হাবিবুর রহমান

      প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২১ , ৩:১২:৩৬ প্রিন্ট সংস্করণ

    মাধবপুরে মেয়র হলেন বিএনপি’র হাবিবুর রহমান

    হবিগঞ্জের মাধবপুর পৌরসভা নির্বাচনে দুই স্বতন্ত্র প্রার্থী ও সরকার দলীয় মনোনীত প্রার্থীকে হারিয়ে ধানের র্শীষের প্রার্থী হাবিবুর রহমান মানিক ৮৪৬ভোটে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

    বিএনপির হাবিবুর রহমান মানিক ধানের র্শীষে ভোট পেয়েছেন ৫০৩১, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শ্রীধাম দাশগুপ্ত নৌকা মার্কায় ভোট পেয়েছেন ৬০৮, স্বতন্ত্র প্রার্থী মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দুইবারের মেয়র মুক্তিযোদ্ধা শাহ মো. মুসলিম (জগ) মার্কায় পেয়েছেন ৩০৮৫ভোট, স্বতন্ত্র প্রার্থী পংকজ কুমার সাহা (নারকেল গাছ) মার্কায় ভোট পেয়েছেন ৪১৮৫টি ভোট।

    শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮ টা থেকে থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে হবিগঞ্জের মাধবপুর পৌরসভা মেয়র ও কাউন্সিলর পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পৌরসভার ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় বিকাল ৪টা দিকে ভোট গ্রহণ শেষ হয়।

    এদিকে, ১৯৯৭ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মেয়র পদ আওয়ামী লীগের দখলে ছিল। প্রথম বারের মতো এবার নির্বাচনে বিজয়ী হয়ে রেকর্ড করলেন বিএনপি’র প্রার্থী হাবিবুর রহমান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ