• Uncategorized

    এখলাছপুর  ইউনিয়নে  জেলেদের মাঝে  চাল বিতণ

      প্রতিনিধি ১৫ মার্চ ২০২১ , ৩:০৪:৩৬ প্রিন্ট সংস্করণ

    মতলব উত্তর উপজেলার এখলাছপুর  ইউনিয়নে নিবন্ধিত জেলেদের   মাঝে  চাউল বিতরণ করা হয়েছে৷  ১৫ মার্চ সোমবার  সকালে এখলাছপুর  ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ৮শত ৬ জন নিবন্ধিত জেলে পরিবারের মাঝে  প্রতি মাসে ৪০ কেজি করে ২ মাসের মোট ৮০ কেজি  করে চাউল বিতরণ করা হয় ৷

    চাউল বিতরণকালে এখলাছপুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আলহাজ্ব মুছাদ্দেক হোসেন মুরাদ বলেন,ঝাটকা রক্ষায় সকল জেলের  সচতেন থাকতে হবে । ঝাটকা  রক্ষা করলে যখন ইলিশ হবে এই ইলিশ আপনারাই দরবেন এর সুফল আপনারাই ভোগ করবেন ৷ তাই ঝাটকা দরা থেকে সবাইকে বিরত থাকতে হবে ৷

    এসময় উপস্থিত ছিলেন,পুলিশের সাবেক ডিআইজি মোঃ শফিকুর রহমান, ট্যাগ অফিসার ও মতলব উত্তর উপজেলার  জনস্বাস্থ্য  প্রকৌশলী সজীব  চন্দ্র দাস, এখলাছপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আবু মুছা, সচিব করিম আহাম্মদ দীপু,ইউপি সদস্য মিন্নত আলী বেপারী, মোশারফ হোসেন,মোঃজহিরুল ইসলাম,মোঃ মজিবুর রহমান, মহিলা ইউপি সদস্যা তফুরা বেগম ও রিনা বেগম  সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ