• খুলনা বিভাগ

    ভারত থেকে দেশে প্রবেশ কালে ১২জন আটক

      প্রতিনিধি ২৪ জুন ২০২২ , ৫:১২:১৫ প্রিন্ট সংস্করণ

    ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে দেশে প্রবেশের সময় ১২জনকে আটক করেছে বিজিবি।
    শুক্রবার ভোরে উপজেলার যাদবপুর মাটিলা বিওপির সীমান্ত থেকে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৪জন পুরুষ, ৪জন নারী ও শিশু ৪জন রয়েছেন। আটককৃতরা হলেন ঢাকা জেলার বাশবাড়ী গ্রামের আদম আলীর ছেলে সালাম (৪০), সালামের স্ত্রী রেহেনা বেগম (৩৯), সালামের মেয়ে সালমা (১৬), সালামের ছেলে সাইফুল (০৭), সালামের ছেলে সাইদুর (০৪), চন্দ্রখোলা গ্রামের বল হরি সরকারের ছেলে করু রঞ্জন সরকার (৪৬), পিরোজপুর জেলার বাইনখালি গ্রামের জাকিরের স্ত্রী জাকিয়া (২৬), জাকিরের ছেলে জাইদুল (০৬), ঠাকুরগাঁও জেলার খালপাড়া গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী লাইজু বেগম (২৫), যশোর জেলার শিকারপুর গ্রামের রফিকের ছেলে জাকির হোসেন (২২), জাকির হোসেনের স্ত্রী জাহানারা শেখ (৩২), মাদারীপুর জেলার কদমতলী গ্রামের কৃষ্ণ ভক্তর ছেলে সঞ্জিত ভক্ত (৩১), সকলকে ভারত হতে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার অপরাধে আটক করা হয়। শুক্রবার সকালে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অবৈধভাবে দেশে প্রবেশের অপরাধে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ