• ময়মনসিংহ বিভাগ

    এক অসহায় মায়ের আহাজারি।

      প্রতিনিধি ৩ মার্চ ২০২২ , ১২:২৮:১৭ প্রিন্ট সংস্করণ

    ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

    আজকে ময়মনসিংহ থেকে ঢাকা গামী বলাকা ট্রেনে একজন মধ্য বয়সের মহিলা অসুস্থতায় কান্না করছিল। জানতে চাইলে সে জানাই তার শরিরটা কেমন জেনো লাগছে মনে হয় বাচবো না। আমার কেউ নিই শামী মারা গেছেন অনেক আগেই।আমার একটা ছেলে ছিলো কত কষ্ট করছি ছেলের জন্য।কিন্তু সে ছেলেও আমার কোনো খবর নেয়না কাতর অবস্থায় কান্নার সুরে কথা গুলো বলছিলেন ঐ মহিলা। জিঙ্গেস করছিলাম আপনার বাড়ি কোথায় সে জানায় ত্রিশাল উপজেলার ধলা নামাপাড়া।তবে এখন আর বাড়ি ঘর নাই।আমি রাজেন্দ্রপুর থাকি মানুষের কাছ থেকে চেয়ে খুজে খাই। জিঙ্গেস কছিলাম আপনার কিহয়ছে কোথাই গেছিলেন সে কান্না করতে করতে বলেন। আমার প্রশ্রাবের রাস্তায় ইনফেকশন ভুলে ডাক্তার বলছে এখন হাসপাতালে গিয়েছিলাম ডাক্তার পরিক্ষা করে ঔষধ দিছে। কিন্তু আমি বুঝতে পাইতেছি ঔষধে কিছুই হবেনা আমার সময় শেষ।আমি মরে যাইবো।বলেই পাশের সিটে বসা একটা মেয়ের হাত ধরে কান্না পরে গেলো। এটা কারো ভালো লাগার জন্য লিখতে চাই লিখতে এবং এমন সন্তান এর কাছে শিক্ষা নিতেই হবে কতটা হারাম খোর কতটা নিম্নমানের মনের মানুষ হলেই এমন মা কে ফেলে ভুলে থাকা সম্ভব।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ