• সাহিত্যে

    “একুশে ফেব্রুয়ারি” কলমে-এফ এইচ সানি

      প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২২ , ১:৪২:৪২ প্রিন্ট সংস্করণ

    একুশে ফেব্রুয়ারি
    কলমে-এফ এইচ সানি

    একুশ আমার মুখের ভাষা
    আমার ভাইয়ের রক্তে রাঙা
    লাল কৃষ্ণচূড়া।
    একুশ আমার খুন ঝরানো
    লাল বর্ণমালা
    রক্ত দিয়ে লেখা আমার মায়ের
    মুখের ভাষা।
    একুশ আমার রক্ত কলম
    গর্জে উঠা প্রতিবাদ।
    একুশ আমার রাখাল ছেলের
    দুপুর বেলার গান।
    একুশ আমার প্রভাত ফেরীর
    ভাই হারানোর গান।
    একুশ আমার শহীদ মিনারে
    ফুলের শ্রদ্ধাঞ্জলি।
    একুশ আমার মাতৃভাষা
    রক্তে লেখা একুশে ফেব্রুয়ারি।