• Uncategorized

    ইসলামী ফ্রন্ট- যুবসেনা – ছাত্রসেনার নেতৃবৃন্দের ওপর থেকে মিথ্যা মামলা তুলে নেওয়ার জন্য ছাত্রসেনা  চুনারুঘাট উপজেলার পক্ষ থেকে মানববন্ধন।

      প্রতিনিধি ৯ আগস্ট ২০২০ , ৬:৩৩:৩৬ প্রিন্ট সংস্করণ

    সৌরভ অাহম্মেদ শুভ-চুনারঘাট প্রতিনিধি:

    মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী,এ দেশে জঙ্গিবাদ বিরোধী একক ইসলামী রাজনৈতিক সংগঠণ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও এর সহযোগী সংগঠনসমূহ তথা বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনার শীর্ষস্থানীয় ৭ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন চট্টগ্রামের ফটিকছড়ির গেজেটেড রাজাকার পুত্র, তথাকথিত এক পীর। আদর্শিক কাফেলার নির্ভীক সাহসীদের বিরুদ্ধে এ মিথ্যা মামলার প্রতিবাদে ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের নির্দেশক্রমে জেগে ওঠে সারাদেশ। তারই ধারাবাহিকতায় আজ রবিবার (০৯.০৮.২০২০) বিকাল ৪ ঘটিকায় সিলেট জেলার অন্তর্গত বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চুনারুঘাট উপজেলা শাখা কর্তৃক উপজেলাস্থ মধ্যবাজারে এক মানববন্ধন আয়োজিত হয়।

    চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের  সভাপতিত্বে ও  শামছুল ইসলাম জাকির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা কাউছার আহমদ রুবেল।  এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চুনারুঘাট পৌরসভার সভাপতি মুহাম্মদ আবু তাহের, মুহাম্মদ তাজুল ইসলাম, যুবসেনা চুনারুঘাট উপজেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল আজিজ ইকবাল,ইসলামী  ফ্রন্ট চুনারুঘাট উপজেলা সাধারণ সম্পাদক সাংবাদিক এস এমন সুলতান খান প্রমূখ। বক্তাগণ তাঁদের বক্তব্যে ইসলামী ফ্রন্ট-যুবসেনা-ছাত্রসেনার নেতৃবৃন্দের ওপর মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি এ মিথ্যা মামলা অচিরেই তুলে নেয়ার দাবি জানান।

    মানববন্ধনে  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ রহমত আলী, মুহাম্মদ এইচ, কে স্বপন আহমেদ  মুহাম্মদ নোমান,মুহাম্মদ জামাল,মুহাম্মদ রকিব প্রমূখ।

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ