• Uncategorized

    বরিশালে বঙ্গবন্ধুর ১০২ তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

      প্রতিনিধি ১৮ মার্চ ২০২২ , ৪:৩৫:০২ প্রিন্ট সংস্করণ

    (১৭ মার্চ)১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। (১৭ মার্চ) ২০২২ তাঁর শুভ জন্ম দিনও জাতীয় শিশু দিবস।
    বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় বর্ণাঢ্য র‌্যালি,ও পুষ্প অর্পণ, কেক কাটার সাথে সাথে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরস্কার বিতরণসহ নানা কর্মসুচি পালন করেন বরিশাল জেলা প্রশাসন।
    জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বরিশাল বিভাগীয় কমিশনার এর নেতৃত্বে বৃহস্পতিবার সকাল ১০ টার সময় বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান ও জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় বরিশাল জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পুষ্পঅর্পণ করেন। পরে সকাল ১১ টার সময় ল জেলা প্রশাসন কর্তিক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার বরিশাল মোঃ শাহাবুদ্দিন খান উপ-মহা পুলিশ পরিদর্শক (ভারপ্রাপ্ত)বরিশাল রেঞ্জ বরিশাল একেএম এহসান উল্লাহ, অধ্যক্ষ সরকারি সৈয়দ হাতেম অালী কলেজ বরিশাল মুখ. মোস্তফা কামাল, পুলিশ সুপার বরিশাল মোঃ মারুফ হোসেন পিপিএম, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কে এস এম মহিউদ্দিন মানিক বীর প্রতীক। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ