• আমার দেশ

    ইলমে হাদিসের খিদমতে সৎপুর মাদরাসার অবদান অনন্য-মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

      প্রতিনিধি ৪ মার্চ ২০২১ , ১১:২৯:৪৮ প্রিন্ট সংস্করণ

    ফারুক আহমদ
    সিলেট প্রতিনিধি

    সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসা সিলেট বিভাগের একটি প্রাচীন ঐতিহ্যবাহী দ্বীনী দরসগাহ। শামছুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর স্মৃতি বিজড়িত ও প্রথিতযশা আলিমে দ্বীন আশিকে রাসূল হযরত আল্লামা গোলাম হুসাইন সৎপুরী (র.) কর্তৃক প্রতিষ্ঠিত এ মাদরাসা হুব্বে রাসূল (সা.) বুকে ধারণ করে হাদিসের আমানত যথাযথভাবে এখলাসের সাথে আঞ্জাম দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। বৃহত্তর সিলেট অঞ্চলে যারা হাদিসের খিদমত করে স্বরণীয় বরণীয় তাদের অন্যতম সৎপুর মাদরাসার প্রতিষ্ঠাতা হযরত গোলাম হোসাইন সৎপুরী (রহ.)। সুদীর্ঘ ৫৬ বছর ধরে অব্যাহতভাবে তাঁর হাদিসের খিদমত এখনো জারী আছে। এখানকার ফারিগ শিক্ষার্থীরা মুসলিম দুনিয়ার প্রায় প্রতিটি দেশে বিভিন্নভাবে দ্বীনের খিদমত করে যাচ্ছেন। তাই হাদিসের খিদমতে দ্বীনের প্রচার-প্রসারে এই মাদরাসার অবদান অন্যন্য।
    বুধবার ৩ রা মার্চ মাদরাসার ৫৬তম ব্যাচের পাগড়ী প্রদান, প্রতিষ্ঠাতা হযরত আল্লামা গোলাম হুসাইন সৎপুরী (র.)-এর ইছালে সাওয়াব ও বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

    মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমানের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে বিশেষ অতিথির বয়ান রাখেন সোবহানীঘাট কামিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মাদরাসার প্রাক্তন ছাত্র ড. মাওলানা মোঃ রইছ উদ্দিন, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, হলিয়ারপাড়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, ফতেহপুর কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা আবু আলী সিকন্দর, বিশ্বনাথ উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী, ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা আজিজুর রহমান ধনপুরী ।

    এছাড়াও উপস্থিত ছিলেন, জিবি সহ-সভাপতি মাস্টার রইছ উদ্দিন, অধ্যক্ষ আমিরুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আবু তাহির মো: হুসাইন, অধ্যক্ষ মাওলানা মঈনুল হক, অধ্যক্ষ মাওলানা আজিজ আহমদ, অধ্যক্ষ মাওলানা মুখলিছুর রহমান, অধ্যক্ষ মাওলানা আখতার আলী, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা সিলেট’র মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান নোমানী, উপাধ্যক্ষ মাওলানা পিয়ার মাহমুদ, সুপার মাওলানা মাহবুবুর রহমান তাজুল, সুপার মাওলানা আবু তায়্যিব মো: শামছুন নুর , সুপার মাওলানা কামরুজ্জামান, সুপার শামছুল কবির মিছবাহ, সুপার মাওলানা রায়হান উদ্দিন, বিশ্বনাথ আল ইসলাহ সভাপতি তালুকদার ফয়জুল ইসলাম প্রমুখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ