• রাজশাহী বিভাগ

    বদলগাছীর ঐতিহাসিক পাহাড়পুরে কমিউনিটি বেইজড ট্যূরিজম প্রশিক্ষণ কর্মশালা।

      প্রতিনিধি ২৭ আগস্ট ২০২২ , ১:১১:১২ প্রিন্ট সংস্করণ

    নওগাঁর বদলগাছীর বিশ্ব ঐতিহ্যের পত্মতাত্বিক নিদর্শন ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘর সভাকক্ষে কমিউনিটি বেইজড ট্যূরিজম প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন। প্রশিক্ষণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) মোঃ ইব্রাহীম, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন, নওগাঁ জোন ট্যূরিস্ট ইন্সপেক্টর মোঃ সাজেদুর রহমান, উপ-পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী পরিচালক (জনসংযোগ ও আন্তর্জাতিক সম্পর্ক) বাংলাদেশ ট্যুরিজম বোর্ড মোঃ বোরহান উদ্দিন, পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘরের কাস্টোডিয় মোঃ ফজলুল করিম আরজু। আলোচনা শেষে অংশগ্রহণ কারিদের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন মোহাম্মদ সাইফুল ইসলাম উপ পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ও মোঃ বোরহান উদ্দিন সহকারী পরিচালক (জনসংযোগ ও আন্তর্জাতিক সম্পর্ক) বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
    তাং ২৭/০৮/২২

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ