• রাজশাহী বিভাগ

    আমিনপুর থানার বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ৮ আগস্ট ২০২২ , ৪:৪৩:৪৬ প্রিন্ট সংস্করণ

    “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই স্লোগানে পাবনার আমিনপুর থানার উদ্যোগে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে আমিনপুর আয়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ মহিবুল ইসলাম খান। তিনি বলেন, আমাদের ছেলে-মেয়েদের অপরাধ কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পুলিশের পাশাপাশি বাবা-মাকেও সচেতন হতে হবে।

    আমাদের ছেলে-মেয়েদের ভালো ভালো বই পড়াতে হবে। বই পড়লে মানুষ অন্তত খারাপ কাজের সঙ্গে জড়িয়ে পড়ে না। বই পড়লে মানুষ নৈতিকবান হোন। আমাদের ছাত্র ছাত্রীদেরকে যদি আমরা ভালো মানুষ করতে পারি তাহলে আমরা একজন ভালো পুলিশ পাব, ভালো ইঞ্জিনিয়ার পাব বা একজন ভালো ডাক্তার পাব। সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) মো. রবিউল ইসলামের সভাপতি ও আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলীর পরিচালনায় আরও বক্তব্য দেন

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সদস্য কামরুজ্জামান উজ্জ্বল, বেড়া উপজেলা চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহিন চোধুরী, তাঁতিবন্দের চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা প্রমুখ। পরে সভা শেষে সন্ধ্যায় আমিনপুর থানায় ‘শীতাতপ নিয়ন্ত্রিত লাশ ঘর’র উদ্বোধন করেন পুলিশ সুপার।ন

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ