• সাহিত্যে

    “আপন মানুষ” কলমে-ববি

      প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২২ , ৫:১৩:০১ প্রিন্ট সংস্করণ

    আপন মানুষ
    কলমে-কানিজ তানজিমা ববি

    খুব করে চাই,আমার একটা আপন মানুষ হোক।
    যে আমার মুখ দেখেই বুঝে যাবে আমার না বলা কথা।
    আমায় দেখেই যে বলে দিবে আমার না বলা কথা!

    খুব করে চাই,সে আমার খুব আপনার হোক।
    আমার হাঁসির অন্তরালের আমিটাকে যে খুঁজে বের করবে।
    যে আমার ইচ্ছে গুলো তার নিজে জোড়া দেবে!
    পূরণ করবে আমার মনের একান্ত চাওয়াকে।

    খুব করে চাই,সে আমায় বহু যত্নে লালন করুক তার হৃদ মাঝারে!
    সেলফের কর্ণারে সযতনে তুলে রাখা মনটা আমার,
    তার নিজ মনের সাথে মিলিয়ে নেবে।

    বলবে,”খুব বেশি ভালোবাসি কেবলই তোমায়,
    তোমার হেয়ালীপনা,দুরন্তপনা,সবটাকেই ভালোবাসি
    খুব বেশি ভালোবাসি আমি তোমায়।”

    খুব করে চাই ,আমার আপন একান্ত আপন মানুষ হয়ে থাকুক সে আমার হৃদ মাঝারে।

    বলব,”তোমায় হৃদ মাঝারে রাখিবো,ছেড়ে দেবো না”

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ