• আমার দেশ

    আল্লামা আব্দুল হালিম বোখারী’র ইন্তেকালে পীর সাহেব চরমোনাই’র শোক ও দোয়া।

      প্রতিনিধি ২১ জুন ২০২২ , ৩:৪২:৪৩ প্রিন্ট সংস্করণ

    মুফতী আরিফুল ইসলাম কারীমী-স্টাফ রিপোর্টারঃ

    পটিয়া মাদরাসার মহাপরিচালক ও সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আল্লামা আব্দুল হালিম বোখারী’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

    পীর সাহেব চরমোনাই ছাড়াও পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেন দলের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

    শোকবার্তায় পীর সাহেব চরমোনাই বলেন, “আল্লামা আব্দুল হালিম বোখারী একজন প্রথিতযশা আলেম ছিলেন। ইলমে হাদিস, তাফসিরসহ ইসলামের সকল বিষয়ে তাঁর অগাধ পাণ্ডিত্য ছিল। ইলম সংক্রান্ত জটিল বিষয়গুলো তিনি সহজভাবে তিনি সমাধান করতেন। জাতীয় সঙ্কটকালে তিনি অভিভাবকের দায়িত্ব পালন করতেন। তিনি দেওবন্দি মাসলাকের সকল ইসলামী সংগঠন, ইসলামী ব্যক্তিত্ব এবং পীর মাশায়েখগণের মনে প্রাণে ঐক্য কামনা করতেন।”

    পীর সাহেব আরো বলেন, “কওমি মাদরাসা সনদের সরকারি স্বীকৃতিসহ বিভিন্ন ইস্যুতে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠান ও মসজিদসহ বহুমুখি খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। মহান রাব্বুল আলামিন মরহুমের সকল খেদমতকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমীন। সেইসাথে পরিবার পরিজনকে সবর এখতিয়ার করার তৌফিক দিন।”

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ