• খেলা

    বাংলাদেশের ব্যাটিং ধসে পাকিস্তানের লক্ষ্য ২০২

      প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২১ , ১:১৯:৪১ প্রিন্ট সংস্করণ

    নিউজ ডেস্কঃ

    সফরকারী পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১১৪ রানের ইনিংস খেলেছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস। দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত ব্যাট করেছেন লিটন, হাঁকিয়েছেন অর্ধশত। তবে অন্য ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশের সংগ্রহটা বড় হয়নি।

    চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে ১৫৭ রানে। ৬ উইকেটে ১৫৩ থেকে ১৫৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। শেষ তিন উইকেট তো পড়েছে শূন্য রানেই। লিটন খেলেছেন ৫৯ রানের ইনিংস। অভিষেক ম্যাচে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়া ইয়াসির আলী রাব্বি করেছিলেন ৩৬ রান।

    পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি ৩২ রানে নিয়েছেন ৫টি উইকেট। এছাড়া সাজিদ খান দখল করেছেন তিন উইকেট। প্রথম ইনিংসে ৪৪ রানে এগিয়ে থাকায় বাংলাদেশের লিড ২০১ রান। তাই এই টেস্টে জয়ের জন্য পাকিস্তানের দরকার ২০২ রান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ