• Uncategorized

    ইসরাইল কর্তৃক ফিলিস্তিনীদের গণত্যার প্রতিবাদে আল বারাকাহ’র বিক্ষোভ মিছিল

      প্রতিনিধি ২১ মে ২০২১ , ১১:৩৯:৫৭ প্রিন্ট সংস্করণ

    সিলেট পশ্চিম সদরে ‘আল বারাকাহ সমাজ কল্যাণ সংস্হা’র উদ্যোগে ফিলিস্তিনীদের উপর দখলদার ইসরাইল বাহিনীর বর্বোরোচিত গণহত্যা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করা হয়েছে।আজ শুক্রবার ২১ মে বাদ জুম’আ স্হানীয় উপজেলার পশ্চিম সদরে ‘আল বারাকাহ ইসলামী সমাজ কল্যাণ সংস্হা’র ব্যানারে এ বিক্ষোভ মিছিল পালন করা হয়।বিক্ষোভ মিছিলটি মোগলগাঁও ইউনিয়নের লালার গাঁও জামে মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লামাকাজী পূর্বপার পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

    সংস্হার সভাপতি খায়রুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাশেল আহমদ’র পরিচালনায় সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব হাজী চান মিয়া, হাজী আছ্ন মিয়া, আমির আহমদ মুস্তফা, লামাগাঁও তালুকপাড়া জানে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মামুনুর রশিদ।সমাবেশে বক্তারা ফিলিস্তিনীদের উপর দখলদার ইসরাইল বাহিনীর বর্বোরোচিত হামলার ও গণহত্যার প্রতিবাদ করেন এবং সেই সঙ্গে ইসরাইলের সকল পণ্য বয়কট করার ও আহ্বান জানান তারা।
    পাশাপাশি আমাদের ঈমানী দায়িত্ব নিয়ে সকল মুসলমান ভাই বোনদের ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য ও আহ্বান জানান বক্তারা।

    এসময় উপস্হিত ছিলেন সমাজসেবক সিদ্দিকুর রহমান সায়েম, নুর উদ্দিন, আব্দাল হোসাইন, আফজল হোসেন, মোহাম্মদ আলী, খায়রুল হালিম, কামাল আহমদ, এখলাছুর রহমান।আরো উপস্হিত ছিলেন সংস্হার সদস্য জাবেদ ইসলাম, মাওলানা ছালিক আহমদ, জুনেদ আহমদ, হাফিজ জুনেদ আহমদ, কামরুল, আকিল, রায়হান, মিসবাহ, আব্বাস, নাজমুল, রুমেল, বাশির, মুজিব, জুবেরসহ লালার গাঁও, খিত্তার গাঁও, তালুকপাড়া, লামাগাও এর শত শত ধর্মপ্রান মুসলমান, মিডিয়া কর্মী।
    দোয়া পরিচালনা করেন লালার গাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সিরাজুল ইসলাম জুয়েল।

    আরও খবর

    একটি বাছুর দেখতে এলাকাবাসীর ঢল

    সাংবাদিক সারোয়ারের উপর হামলার ঘটনায় প্রকৌশলী ও ঠিকাদারের অপসারণ’সহ শাস্তির দাবিতে মানববন্ধন

    সাংবাদিক সারোয়ারের উপর হামলার ঘটনায় প্রকৌশলী ও ঠিকাদারের অপসারণ’সহ শাস্তির দাবিতে মানববন্ধন

    আল আকসা মসজিদে হামলা-আলোকিত ৭১ সংবাদ 

    মহেশখালীতে রাজনীতির আড়ালে ইয়াবা ব্যবসায় জড়িত যুবলীগ সভাপতি কিবরিয়া

    পটুয়াখালীর লোহালীয়া নদীতে ব্রীজের নির্মান কাজ বর্ধিত সময় সম্পন্ন করার তাগিদ। মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ  পটুয়াখালী জেলার লোহালীয়া নদীর উপর নির্মানাধীন ব্রীজের ১৪টি স্প্যান বিশিস্ট ৫৭৬.২৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রীজের অসমাপ্ত নির্মান কাজ বর্ধিত সময় ২০২১ সনের জুন মাসের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিস্ট ঠিকাদারকে তাগিদ দিলেন  ২৩ আগস্ট রবিবার সকালে ব্রীজ পরিদর্শনে আসা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ও পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠানের সদস্য মোঃ জাকির হোসেন আকন্দ।  এ সময় সচিব জাকির হোসেন আকন্দ উপস্থিত সাংবাদিকদের বলেন, মহামারি করেনা ও দুর্যোগপুর্ন আবহাওয়ার কারনে ব্রীজ নির্মানের  নির্ধারিত সময় ডিসেম্বর মাসে কাজ সম্পন্ন করার সময় বেধে দেয়া হয়েছিল। কিন্তু করেনা ও ঝড়, বৃষ্টির কারনে ব্রীজের কাজ ব্যহত হয়। এ কারনে ব্রীজ নির্মানের কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স নবারুন ট্রেডার্স এন্ড আবুল কালাম আজাদ (JV) কে বলা হয়েছে।  এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, প্রকল্প পরিচালক মোল্লা মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) জি এম সরফরাজ, এলজিইডি পটুয়াখালীর নিরবাহী প্রকৌশলী মোঃ আবদুস সত্তার, সিনিয়ার সহকারী প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডল, উপ সহকারী প্রকৌশলী মোঃ কামাল হোসেন, উপ সহকারী প্রকৌশলী  মোঃ মইনুল ইসলাম প্রমুখ। এর আগে সচিব মোঃ জাকির হোসেন আকন্দ মুজিব জন্ম শত বর্ষ উপলক্ষে এলজিইডি কার্যালয়ের সামনে বকুল ফুল গাছের চারা রোওন করেন।  প্রকাশ উক্ত ব্রীজটি নির্মানে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি টাকা, চুক্তি মূল্য ৪৭.১৯ কোটি টাকা। এ ব্রীজটি নির্মান হলে জেলার বাউফল, দশমিনা, গলাচিপা ও ভোলা জেলার সাথে যেগাযোগে সহজ হবে এবং অর্থনৈতিকভাবে লাভবান হবে হাজার হাজার মানুষ।এমনটাই আশা করছেন স্থানীয় জনসাধারণ।

    মতলব উত্তরে নবাগত ইউএনও’র’ সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

                       

    জনপ্রিয় সংবাদ