• Uncategorized

    পাবনায় বিএমএসএফ’র নেতৃত্বে গণমাধ্যম কর্মীদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

      প্রতিনিধি ২০ মে ২০২১ , ৪:৪১:১১ প্রিন্ট সংস্করণ

    প্রথম আলোর জৈষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারের প্রতিবাদে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসুচী পালন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পাবনা জেলা শাখা ও পাবনার স্থানীয় গণমাধ্যম কর্মীরা। মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে অংশ গ্রহন করেন, অনলাইন প্রেসক্লাব পাবনা, আতাইকুলা প্রেসক্লাব, বেড়া উপজেলা প্রেসক্লাব, জাতিয় সাংবাদিক সংস্থা, বাংলাদেশ তৃনমুল সাংবাদিক সংস্থা, পাবনা সাংবাদিক ফোরাম, বাংলাদেশ ভুমিহীন আন্দোলন, পাবনা মিডিয়া এসোসিয়েশনের। আজ বেলা সাড়ে ১১টায় আব্দুল হামিদ সড়কে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

    প্রতিবাদ সমাবেশ পাবনা জেলা শাখার সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক, জেলা শাখার সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার পাবনা জেলা প্রতিনিধি মোবারক বিশ্বাস, পাবনার আলোর প্রকাশক মোফাজ্জল হোসেন, পাবনা সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর, বিএমএসএফ পাবনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি খালেকুজ্জামান পান্নু, বিএমএসএফ পাবনা জেলা শাখার সহ-সভাপতি ও দৈনিক অন্য দিগন্ত সাব এডিটর জুয়েল চৌধুরী, বেড়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও বিএমএসএফ জেরা কমিটির যুগ্ন সম্পাদক উজ্জল হোসেন, আতাইকুলা প্রেসক্লাবের সভাপতি ও বিটিভি প্রতিনিধি নজরুল ইসলাম বাধন, বাংলাদেশ ভুমিহীন আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নাসির আহমেদ, বেড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক উজ্জল হোসেন, এশিয়ান টিভির প্রতিনিধি এসএ কামাল, আরকে আকাশ, আনন্দ টেলিভিশনের পাবনা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা, কালের কন্ঠের ঈশ্বরদী প্রতিনিধি মেহেদী হাসান, স্থাণীয় বিপ্লবি সময়ের বার্তা সম্পাদক আব্দুস সালাম, এ যুগের দ্বীপ’র বার্তা সম্পাদক নবী নেওয়াজ, সাপ্তাহিক ঈশ্বরদী সকালের যুগ্ন সম্পাদক ও বিএমএসএফ জেলা কমিটির সহ সাংগাঠনিক সম্পাদক জিল্লুর রহমান জীবন, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি নাহিদ মিঠু, সদস্য রাজন, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ হোসেন, বাংলাদেশ তৃনমুল সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ফজলুল হক, পাবনা মিডিয়া এসোসিয়েশনের সভাপতি সুমন আলী, সাবেক সভাপতি বাচ্চু, দৈনিক স্বাধীনমত জেলা প্রতিনিধি রাজবি জোয়াদ্দারসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। বক্তারা রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি দাবি করেন। সেই সাথে স্বাস্থ্য বিভাগের উপ-সচিব কাজি জেবুন্নেছাসহ জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।
    প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন, জেলা শাখার সাংগাঠনিক সম্পাদক ও মাইটিভির পাবনা প্রতিনিধি কামরুল ইসলাম।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ