• Uncategorized

    শ্রীনগরের খাল-নদীতে অবৈধ বাধ দিয়ে মাছ শিকার

      প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২১ , ১১:০৪:৪৪ প্রিন্ট সংস্করণ

    শ্রীনগরের খাল-নদীতে অবৈধ বাধ দিয়ে মাছ শিকার

    মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার খাল-নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে ও ঘের তৈরী করে মা মাছের প্রজনন ব্যাহত করে শিকার করা ও রেনু মাছ বৃদ্ধিতে বাধা প্রদানের অভিযোগে। এলাকাবাসীর অভিযোগ রেনু মাছ এই ভাবে শিকার করে তাহলে এক সময় আমার মাছ পাবোনা।
    এব্যপারে উপজেলা মৎস্য কর্মকর্তা সমির কুমার বসাকের কাছে জানাতে চাইলে তিনি বলেন , “মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ১৯৫০”ধারায় অবৈধ বাঁধ ও ঘেরগুলো অপসারণ করা করা হবে। এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিস মোসাম্মৎ রহিমা আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, নদী খালের মাছ যাতে মাছ শিকার করতে না পারে, আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ