• Uncategorized

    ৩ দাবি ও ৩ দফা কর্মসূচি ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ

      প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৩ , ১১:৫০:২৩ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি –

    ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাজপথ গরম করে আসছে।

    সর্বশেষ গত ৩ তারিখ শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের মাধ্যমে ক্ষমতাসীন সরকারকে এক সপ্তাহের মধ্যে সংসদ ভেঙে দিয়ে ক্ষমতা থেকে পদত্যাগ করার জন্য আল্টিমেটাম দেন, আর সেই আল্টিমেটামের মেয়াদ গত দশ তারিখে শেষ হয়ে গেলেও,সরকারের কোন নড়াচড়া দেখা যায়নি, তাই আজ ১২ নভেম্বর রবিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) নতুন করে কয়েকটি দাবি ও কর্মসূচি ঘোষণা করেন।

    দাবি গুলো হলোঃ ১- সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে।২- রাজনৈতিক কারণে কারাবন্দি সকল বিরোধীদলীয় নেতা ও ওলামায়ে কেরামদের মুক্তি দিতে হবে।৩- রাষ্ট্রপতির মধ্যাস্থতায় সকল দল নিয়ে সংলাপের আয়োজন করতে হবে। ৩- অবৈধ নির্বাচন কমিশন বাতিল করতে হবে।

    কর্মসূচি সমুহ ১- বিরোধীদলীয় সকল শান্তিপূর্ণ আন্দোলনে পূর্ণ সমর্থন ঘোষণা।২- তফসিল ঘোষণার দিন ঢাকায় নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল।৩- তফসিল ঘোষণার পরের দিন সারাদেশে সকল জেলা মহানগরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল।৪- চলমান রাজনৈতিক সংকট নিরসনে ও পরবর্তী করণীয় নির্ধারণে দেশের সকল বিরোধী দল, সাংবাদিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সাথে আগামী ২০ নভেম্বর ঢাকায় জাতীয় সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির,

    এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম,প্রেসিডিয়াম এর অন্যতম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম মহাসচিব গাজি আতাউর রহমান সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ