• আইন ও আদালত

    হচ্ছেটা কি!!!

      প্রতিনিধি ২৪ মার্চ ২০২২ , ৮:৪৬:১৪ প্রিন্ট সংস্করণ

    একজন ডাক্তারের বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে যখন ইউএনও যখন আন্দোলনের মাঠে! তখন বিস্ময় প্রকাশ করতেই হয়! আসলেই কি তিনি আন্দোলনের মাঠে নামতে পারেন? জ্ঞানীরাই কেবল জবাব লিখবেন।

    কেননা সরকারী কর্মকর্তা-কর্মচারীদের রাষ্ট্রীয় আদেশে দেশের যেকোন স্থানে যেতে বাধ্য। নানা অভিযোগে সংশ্লিষ্ট বিভাগ যখন একজন ডাক্তারকে বদলী করেন; ঠিক তখনই কিছু উৎসুক জনতার কাতারে বদলীর আদেশ ঠেকাতে ইউএনও মোকতার হোসেনও মাঠে নামলেন!!! আজ ২৪ মার্চ দুপুর ১২টার দিকে তিনি আন্দোলনের মাঠে শরীক হন। সেখানে স্বাস্থ্য বিভাগের কর্মচারী এবং কিছু উৎসুক জনতাও অংশ নেয়।

    প্রশ্ন রাখা যেতে পারে ইউএনও তবে কোন পক্ষের? তিনি কি রাষ্ট্রীয় আদেশের বিরুদ্ধে? তবে কেন? কোন লাভে নাকি কোনো লোভে? ঘটনাস্থল ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

    নানা অভিযোগে বদলীকৃত একজন ডা: আবুল খায়ের রাসেল। গাছ চুরি থেকে এহেন কোন কর্ম নাই যে তিনি করেন নাই। জন্মস্থান একই উপজেলায়। চাকুরী প্রায় যুগ ছুঁইছুঁই। ৫তলার একাধিক ভবন মালিক। সম্পদেও পিঁছিয়ে নেই।

    গত কয়েক মাস ধরে বেশ লেখালেখি। সাংবাদিকদের পাশাপাশি ফেসবুকওয়ালারাও এখন সাংবাদিক প্রায়। পাবলিক,কর্মচারী দ্বন্ধ চরমে। বদলীর আদেশে খুশি অধিকাংশ। আবার তাকে ফেরৎ আনতে মরিয়া একটি চক্র। আসলে হচ্ছেটা কি?!?!?

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ