• রাজশাহী বিভাগ

    সুজানগরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনশুমারির ট্যাব বিতরণ

      প্রতিনিধি ১০ এপ্রিল ২০২৩ , ৬:৫৪:৫৯ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান, পাবনা:

    উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে আয়োজনে , প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৯ম ও ১০ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনশুমারি ও গৃহগণণাকারী প্রকল্পের ট্যাবলেট/ ট্যাব বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হলরুমে মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনশুমারি ও গৃহগণণাকারী প্রকল্পের ট্যাবলেট ট্যাব বিতরণ করেন ও প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল। স্বাগত বক্তব্য দেন, উপজেলা পরিসংখ্যান তদন্তকারী জান্নাতুল ফেরদৌস।
    এ সময় আরো বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, প্রধান শিক্ষক মনসুর আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার ৩৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৩৪ জন শিক্ষার্থীদের মাঝে জনশুমারির ট্যাব বিতরণ করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ