• কৃষি

    সুজানগরে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

      প্রতিনিধি ২২ জুন ২০২৩ , ১১:০৫:১৬ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান-পাবনা:

    উপজেলার ১২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাহে আলমের সঞ্চালনায় বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, সহকারী কমিশনার ভূমি মারুফ দস্তেগীর, থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল । স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম।এ সময় নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তারসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কৃষি অধিদপ্তরের সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরের খরিফ-২ রোপা আমন মৌসুমে রোপা আমন ধানের (উফসী ও হাইব্রিড জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদানের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সুজানগর পৌরসভাসহ উপজেলার ১২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে এ সার ও বীজ বিতরণ করা হয়।জন প্রতি প্রত্যেক কৃষকের মাঝে কৃষক উফসী আউশ বীজ ০৫ কেজি,ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি এবং ৫০ জন কৃষক হাইব্রিড বীজ ০২ কেজি করে বিতরণ করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ