• Uncategorized

    সিরাজদিখানে মালখানগর ইউনিয়ন বিট পুলিশিং উঠান বৈঠক মাস্ক বিতরণ

      প্রতিনিধি ২৫ মার্চ ২০২১ , ১১:২২:৩৫ প্রিন্ট সংস্করণ

    “বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি” এই শ্লোগানে মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ,নারী নির্যাতন ও ইভটিজিং বিরোধী বিট পুলিশিং উঠান বৈঠক ও মাস্ক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার ২৫শে মার্চ দুপুর ১ টায় উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজার এলাকায় থানা পুলিশের আয়োজনে এই বিট পুলিশিং উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।উপস্থিতিদের মাঝে পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। মালখানগর ইউনিয়নের চেয়ারম্যান সানজিদা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এসএম জালালউদ্দিন ।

    পরে “মাস্ক পরার অভ্যেস করোনামুক্ত বাংলাদেশ”এই শ্লোগানে তালতলা বাজার বয়রাগাদী বাজার এলাকায় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসাধারণকে সচেতন করেন ও সবার মাঝে মাস্ক বিতরণ করেন।

    এ সময় ওসি বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধ করার লক্ষ্যে জনসাধারণের আরো সচেতন ও সতর্ক হতে হবে। অপ্রয়োজনে বাড়ির বাহির না হওয়ার জন্য অনুরোধ জানান ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ