• Uncategorized

    সারাদেশে করোনা ভাইরাস সংক্রমণের মোকাবিলা করতে মানুষ খুব তৎপর।

      প্রতিনিধি ২১ জুলাই ২০২০ , ১:৪২:৩৮ প্রিন্ট সংস্করণ

    সারাদেশে করোনা ভাইরাস সংক্রমণের মোকাবিলা করতে মানুষ খুব তৎপর।  কিন্তু দিনে দিনে চুয়াডাঙ্গা জেলায় বেড়ে চলেছে করোনা ভাইরাস সংক্রমণের হার।

    মো:রাশেদুল  ইসলাম (রাশেদ)-চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ

    আজ ২১ জুলাই বেলা সাড়ে ১২ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে কোভিড-১৯ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় কতৃক গঠিত জেলা পর্যায়ে কমিটির করণীয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়েছে।

    কোভিড-১৯ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় কতৃক গঠিত জেলা পর্যায়ের কমিটির করণীয় সম্পর্কিত চুয়াডাঙ্গা জেলা কোভিড-১৯ প্রতিরোধে কমিটির সভাপতি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন কোভিড-১৯ প্রতিরোধ কমিটির  প্রধান উপদেষ্টা চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

    এসময় কোভিড-১৯ প্রতিরোধ কমিটির সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডাঃমারুফ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইয়াহিয়া, মুনিরা পারভীন, চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলার নির্বাহী অফিসারগণ, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান জিপু, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা:শামীম কবির, চুয়াডাঙ্গা জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য ও রেড ক্রিসেন্ট ইউনিট এর সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শাহান।

    চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার, দোকান মালিক সমিতির নেতা জগলু, শামসুজ্জামান খোকন, প্রথম আলোর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাহ আলম সনি, নিউ মার্কেট দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক সুমন খান, চুয়াডাঙ্গা জেলা মৎস্য আড়ৎ মালিক সমিতির নেতা ওহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রিন্স প্লাজা দোকান মালিক সমিতির নেতা আহসান খান, বাদশা সহ প্রমুখ নেতৃবৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ