• রাজশাহী বিভাগ

    সাপাহারে লাশ বহনকারী খাটিয়া,সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ

      প্রতিনিধি ২২ অক্টোবর ২০২২ , ১১:৩২:৪৬ প্রিন্ট সংস্করণ

    হারুনুর রশিদ-সাপাহার নওগাঁ:

    নওগাঁর সাপাহারে ২০২১-২২ অর্থবছরের “উপজেলা উন্নয়ন সহায়তা” খাতের বরাদ্ধ হতে ক্রয়কৃত লাশ বহনকারী খাটিয়া,সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর মুক্তমঞ্চে লাশ বহনকারী খাটিয়া,সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান হোসেন মন্ডল, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জন প্রতিনিধি,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকেই। আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে ১৫টি হুইল চেয়ার, বিভিন্ন মসজিদে লাশ বহনকারী ৫৫টি খাটিয়া,১২০টি সেলাই মেশিন,১৫০জনের মাঝে প্রশিক্ষণ ভাতা হিসেবে ১৮ লক্ষ টাকা বিতরণ করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ