• Uncategorized

    শ্রীনগরে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা

      প্রতিনিধি ২০ মে ২০২১ , ৩:০৭:৪১ প্রিন্ট সংস্করণ

    ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে মুন্সীগঞ্জের শ্রীনগরে ব্যাপকহারে কুকুরকে টিকাদান (এমডিভি) কার্যক্রম-২০২১ উপলক্ষে অবহিতকরণ সভা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন।শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রেজাউল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ। জলাতঙ্ক রোগ সমন্ধে ব্রিফিং করেন দিলসাদ হোসেন।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্প্রাসরণ কর্মকর্তা ডাঃ নার্গিস বেগম, কৃষি কর্মকর্তা শান্তনা রানী, মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফেরদৌস, শ্রীনগর থানার ওসি (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন, শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন, যুব উন্নয়ন অফিসার আবদুল বাকীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য সহকারী বৃন্দ। অবহিতকরণ সভা সঞ্চালনা করেন স্যানেটারী ইন্সপেক্টর নাসরিন সুলতানা মিলি।
    জানা গেছে, চলতি মাসের আগামী ২৩-২৭ তারিখ পর্যন্ত মরণব্যধি জলাতঙ্ক রোগ প্রতিরোধ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন স্থানে কুকুরকে এসব টিকা প্রদান করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ