• আইন ও আদালত

    রাজশাহী জেলা গোয়েন্দা কর্তৃক ১০০ গ্রাম হেরোইন সহ ০২ জন গ্রেফতার

      প্রতিনিধি ৭ জুলাই ২০২২ , ৫:৪১:১৮ প্রিন্ট সংস্করণ

    পুলিশ সুপার, রাজশাহী জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব সনাতন চক্রবর্তী মহোদয়ের দিক নির্দেশনায় ওসি ডিবি জনাব মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ইনামুল ইসলাম ও এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম সরকার সহ সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায় ধৃত আসামী ১। মোঃ জিয়ারুল রহমান (৪১), পিতা- মোঃ সাইদুর রহমান, সাং- আমতলা সরমংলা, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী ২। মোঃ মোতালেব হোসেন (২৪), পিতা- মোঃ রুবেল ইসলাম, সাং- চর কোদাল কাটি রুবেল পাড়া, থানা+জেলা= চাপাইনবাবগঞ্জদ্বয়কে ইং-০৬/০৭/২০২২ তারিখ ১৮.১৫ ঘটিকায় গোদাগাড়ী থানাধীন ০৬নং মাটিকাটা ইউনিয়নের গোপালপুর বাজার মোড়স্থ জনৈক মোঃ আফসারুজ্জামান (৪৮), পিতা- মৃত নুরুল ইসলাম এর এক তলা বিল্ডিং মার্কেটের সামনে গোপালপুর মোড় হইতে পিরিজপুর গামী পাকা রাস্তার উপর মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে দাঁড়িয়ে অপেক্ষা করাকালে ধৃত ১নং আসামীর হেফাজত হইতে ১০০ (একশত) গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে ধৃত আসামীদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। মামলাটি তদন্তাধীন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ