• Uncategorized

    সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

      প্রতিনিধি ২১ এপ্রিল ২০২১ , ১:১২:১৬ প্রিন্ট সংস্করণ

    এম,এ কাইয়ুম মাইজভান্ডারি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

     

    বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের ভয়াবহ পরিস্থিতিতে দেশব্যাপী দ্বিতীয় দফা লকডাউনে মুন্সীগঞ্জের সিরাজদিখানে সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বিধিনিষেধ অমান্যকারীকে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন। বুধবার ২১ শে এপ্রিল দুপুর ১২টায় উপজেলার সিরাজদিখান বাজার, নয়াগাঁও মাদবরের হাট,বালুচর বাজারসহ বিভিন্ন এলাকায় এই লকডাউনে সরকারের অনুমতি বিহীন দোকান শপিংমল খোলা রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মোট ৫ জন দোকানীকে ১ হাজার ৯শত টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম। এসময় তিনি পথচারি ও ব্যবসায়ীদের মাস্ক ব্যবহারের গুরুত্ব¡ তুলে ধরেন। এছাড়া মাস্ক ছাড়া ব্যক্তিদের মাস্ক পরিধান করিয়ে দেন ।

    নিয়মিত কাজের অংশ হিসেবে এ ভ্রাম্যমান আদালত করা হয়েছে বলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম জানান ।এ-সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার এএসআই হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ