• Uncategorized

    রাজশাহী চারঘাট থানাপাড়া সোয়ালোজের উদ্যোগে দু:স্থ নারী তাতীঁ ও ভ্যান চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

      প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২১ , ৮:৩০:৫৭ প্রিন্ট সংস্করণ

    রাজশাহী চারঘাট থানাপাড়া সোয়ালোজের উদ্যোগে দু:স্থ নারী তাতীঁ ও ভ্যান চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    রাজশাহীর চারঘাটে ”থানাপাড়া সোয়ালোজ ডেভেলপমেন্ট সোসাইটি” এর উদ্যোগে দু:স্থ নারী তাতীঁ ও ভ্যান চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে থানাপাড়া সোয়ালোজ স্কুল চত্বরে এমাউস ইন্টারন্যাশনাল, ফ্রান্স এর আর্থিক সহযোগিতায় ক্ষতিগ্রস্ত ৬ শত ৫০ জন নারী হস্তশিল্প উৎপাদনকারী ও ভ্যান চালকদের মাঝে ৩ হাজার ২ শত ৫০ কেজি চাল, ৬ শত ৫০ কেজি ডাল ও ৬ শত ৫০ লিটার তেল, ৬ শত ৫০ কেজি আটা ও ৬ শত ৫০ কেজি আলু তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা।

    ক্ষতিগ্রস্ত এই উৎপাদনকারী ও ভ্যান চালকদের পাশে দাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন থানাপাড়া সোয়ালোজ ডি.এস. নির্বাহী পরিচালক রায়হান আলী। এরই ধারাবাহিকতায় এই দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, থানাপাড়া সোয়ালোজের নির্বাহী পরিচালক রায়হান আলী, সহকারী পরিচালক মাহমুদা বেগম(গিনি), হস্তশিল্প প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মাইনুল হক সান্টু, প্রডাকশন রিলেশন অফিসার জান্নাতুল মুনতেহিরা মৌটুসি ইলা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক ও চারঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চুসহ সহ প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ