• Uncategorized

    যুব একাডেমি কর্তৃক অটোরিক্সা পেল বিশ্বনাথের দুই হতদরিদ্র পরিবার

      প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২১ , ৩:৪৯:১৮ প্রিন্ট সংস্করণ

    ফারুক আহমদ-সিলেট প্রতিনিধি:

    সিলেট যুব একাডেমির অতিদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে মুসলিম চ্যারিটির যাকাত তহবিলের সাহায্যে অটোরিক্সা পেয়েছে বিশ্বনাথ উপজেলার দুইজন হতদরিদ্র পরিবার।

    উপজেলা বিআরডিবি মিলনায়তনের সামনে সোমবার সকালে সিলেট যুব একাডেমী (এসজেএ)’র নির্বাহী পরিচালক এ এইচ এম ফয়সাল আহমেদ উপকারভোগী বিশ্বনাথ সদর ইউনিয়নের ইকবালপুর গ্রামের আব্দুল খালিক ও সরুয়ালা গ্রামের বিধাব সোনারা বেগম-এর কাছে অটোরিক্সা দুটি হস্তান্তর করেন।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ের সিও সাদেক হোসেন, সাংবাদিক নবীন সোহেল, এসজেএ’র এডমিন অফিসার মোহাম্মাদুজ্জামান রনি ও আইটি অফিসার এন্ড প্রজেক্ট কো-অর্ডিনেটর সোহেল হোসেন।

    উল্লেখ, বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর ও এনজিও ব্যুরোর নিবন্ধনক্রমে সিলেট যুব একাডেমী (এসজেএ) দীর্ঘদিন ধরে দেশের সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্টির উন্নয়নের লক্ষে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ