• রাজশাহী বিভাগ

    যুবলীগের কমিটি গঠনের লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় কর্মী উপেক্ষিত

      প্রতিনিধি ৩০ মে ২০২২ , ২:১৬:৩৮ প্রিন্ট সংস্করণ

    মোঃ শাহ আলম-ক্রাইম রিপোর্টার:

    পত্নীতলা উপজেলার ০৫ নম্বর মাটিন্দর ইউনিয়নের আওয়ামী যুবলীগের কমিটি গঠনের জন্য বর্ধিত সভা অনুষ্ঠিত। গতকাল রবিবার বিকাল সাড়ে তিনটায় শুরু হয়ে সন্ধে সাতটায় শেষ হয়। উক্ত বর্ধিত সভাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ত্যাগী ও নিবেদিত নেতা কর্মীদের মূল্যায়ন না করার অভিযোগ উঠেছে। মাটিন্দর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান সুলতান মাহমুদের বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু নেতাকর্মী আমাদের প্রতিনিধিকে জানান, তাদের না জানিয়ে সভাপতি চিঠির মাধ্যমে বিএনপি-জামাত জোটের বেশ কয়েকজন নেতাকর্মীদের দাওয়াত করে বর্ধিত সভা আয়োজন করার কথা জানান। তাদের মতে মুকুল চন্দ্র রায় সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক পরেশ চন্দ্র বর্মন, আহ্বায়ক যুবলীগ তানভীর আলম শ্রমিকলীগের সভাপতি ইব্রাহিম হোসেন বুলু, রইচ উদ্দিন সভাপতি কৃষকলীগ, ইদ্রিস আলী সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। তারা অভিযোগ করেন যে সভাপতি ও চেয়ারম্যান সুলতান মাহমুদ বিএনপি-জামাত জোটের মাটিন্দর ইউনিয়নের বিএনপি’র নির্বাচিত কমিটির যুগ্ন আহবায়ক মোঃ সাইদুর রহমান কে দাওয়াত করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার জন্য দায়ী করেন। যেখানে দলের ক্রান্তিকালে আওয়ামী লীগের হাল ধরেছিলেন স্থানীয় নেতাকর্মীরা তাদের বাদ দিয়ে বিএনপি’র দলীয় লোকজন কে কেন দাওয়াত করা হলো। পাশাপাশি নিজের স্বার্থসিদ্ধির জন্য সুলতান মাহমুদ এই কাজ করেছেন বলে অভিমত ব্যক্ত করেন। উক্ত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল গফফার পৌর মেয়র ও যুগ্মসাধারণ সম্পাদক রেজাউল কবির চৌধুরী বাবু তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা বিষয়ক সম্পাদিকা ও জেলা পরিষদের সাবেক সদস্যা ফাতেমা জিন্নাহ ঝরনা, দপ্তর সম্পাদক মনিবুর রহমান গোল্ডেন, এস এম শাহীন চৌধুরী সাংগঠনিক সম্পাদক পত্নীতলা উপজেলা আওয়ামী লীগ। তৃণমূল নেতা-কর্মী দের মতে এভাবে চলতে থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এর প্রভাব পড়বে। সেই সাথে স্থানীয় ভাবে আওয়ামী লীগের প্রভাব কমে যাবে ব্যাক্তি স্বার্থ চিন্তা না করে দলীয় স্বার্থ আগে দেখা উচিত ছিল। উক্ত বিষয়ে চেয়ারম্যান সুলতান মাহমুদের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করা হলে বর্ধিত সভার কথা স্বীকার করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ