• চট্টগ্রাম বিভাগ

    মহেশখালীতে স্কুল ফিডিং কর্মসূচী

      প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২১ , ৫:৩০:২৩ প্রিন্ট সংস্করণ

    মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিক-মহেশখালী প্রতিনিধি:

    কক্সবাজারের মহেশখালীতে স্কুল ফিডিং কর্মসূচী বিস্কুট বিতরণ উদ্বোধন করা হয়েছে। বিশ্ব খাদ্য সংস্থা (ডাব্লিউএফপি) এর এনজিও সংস্থা রিক এর সহযোগিতায় বৃহস্পতিবার
    ৩০ ডিসেম্বর সকাল ১১টার সময় মহেশখালি মড়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হল রুমে অনুষ্টিত হয়েছে। প্রধান অতিথি মহেশখালী উপজেলা নির্বার্হী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম এ কর্মসূচীর উদ্বোধন করেছেন। রিকেরে স্কুল ফিডিং প্রকল্পের জেলা সমন্বয়কারী এডিএম নজরুল ইসলামের সভাপতিত্বে রিকের স্কুল ফিডিং প্রকল্পের মহেশখালী উপজেলা সমন্বয়কারী মোঃ এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই, উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভবরঞ্জন দে, রিকের উপজেলা সমন্বয়কারী কামাল উদ্দীন,পৌর কাউন্সিলর আজিজ মিয়া, মহেশখালী প্রেসক্লাব সভাপতি আবুল বশর পারভেজ,শুভেচ্ছা বক্তব্য রাখেন মহেশখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দীন চৌধুরী ও এসএমসি সভাপতি মকবুল আহমদ,পশ্চিম ফকিরাঘোনা স:প্রা:বি: প্রধান শিক্ষক মোঃ শাহাজান প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, অভিভাবক ও ছাত্র/ছাত্রীরা। মহেশখালী উপজেলার সরকারী ৭০টি, কমিউনিটি স্কুল ৫টি, মাদ্রাসা ৩টিসহ মোট ৭৮টি প্রতিষ্টানের ৩৭৯৯৭ জন ছাত্র-ছাত্রীকে ডাব্লিউএফপির সহায়তায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) উচ্চ এনার্জির বিস্কুট বিতরণ শুরু করেছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ