• খুলনা বিভাগ

    যশোরে পুলিশের অভিযানে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামি আটক

      প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২২ , ৩:০০:০২ প্রিন্ট সংস্করণ

    প্রণব মন্ডল-অভয়নগর (যশোর) প্রতিনিধি:

    যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ,বিপিএম (বার), পিপিএম ।পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে জুয়েল ইমরান ,সিনিয়র সহকারী পুলিশ সুপার ( নাভারন সার্কেল) ও ঝিকরগাছা থানার অফিসার ইনর্চাজ সুমন ভক্ত এর দিক নিদের্শনায় অভিযান পরিচালনা করা হয়।ঝিকরগাছা থানার বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই. কাজী মোহান্মদ সাহিদুজ্জামান ,এ.এস.আই. মো : শাহিন সরদার, এ.এস .আই মো: রিয়াজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্র গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্বার ডিউটি পরিচালনা করে।

    এই ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা থানাধীন বাঁকড়া টু পারাবাজার অগ্রণী ব্যাংক লিমিটেড বাঁকড়া বাজার এজেন্ট ব্যাংককিং শাখার সামনে এই ঘটনা ঘটে।পাঁকা রাস্তার উপর হতে ০১/০২/২০২২ তারিখ রাএী ৩ ঘটিকার সময় (১) আসামী রমজান আলীকে ওরফে বাপ্পি (২৩) কে গ্রেফতার করে।তার পিতা ও মাতা হলেন মো: তাইজেল হোসেন ও সুফিয়া খাতুন। তারা যশোর জেলার ঝিকরগাছা থানার বাসিন্দা। উক্ত ঘটনাস্থলে তাকে ১৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়।উক্ত থানায় আসামীর বিরুদ্ধে মামলা নং-১ , ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ধারায় মামলা রুজু করা হয়েছে ।তারপর তাকে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ