• Uncategorized

    কুষ্টিয়ার গড়াই নদীর উপর নির্মিত মীর মোশারফ হোসেন সেতু টল নামক চাঁদা!

      প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২১ , ৯:২৯:২৮ প্রিন্ট সংস্করণ

    কুষ্টিয়ার গড়াই নদীর উপর নির্মিত মীর মোশারফ হোসেন সেতু টল নামক চাঁদা!

    সৈয়দ মাছুদরুমি সেতু
    ওরফে মীর মোশারফ হোসেন সেতুটি

    বিগত প্রায় ১৭ বছর যাবত টোল আদায় করা হচ্ছে ।

    #প্রথম দিকে ভ্যান , রিক্সা , সাইকেলের
    কোন টোল না নিলেও

    বর্তমানে টোল নেওয়া হয় এবং
    মোটরসাইকেলের টোল আগে ৫ টাকা হলেও

    বর্তমানে তাহা ১০ টাকা নেওয়া হয় ।
    সকাল বেলা গ্রামের অনেক মানুষ কাজের উদ্দেশ্যে কুষ্টিয়া শহরে সাইকেল চালিয়ে যায়

    #তাদের আসা যাওয়া মিলে ১০ টাকা ভাড়া দিতে হয় এটা তাদের কাছে অনেক কষ্টের হয়ে যায় ।

    বিগত বছরগুলোতেও কি সেতুর ব্যয়ভার উত্তোলন হয়নি ?

    #প্রশ্ন আশেপাশের এলাকার
    জনগণের এবং তাদের আরো

    #প্রশ্ন আর কতদিন পর সেতুতে তারা বিনা টোলে যাতায়াত করতে পারবে ।
    মীর মশাররফ হোসেন সেতুর টোল আর কত দিন আদায় হবে???? আর কত দিন টোল নামক চাদা নিবে সাধারণ মানুষ দের থেকে!সরকারি নামমাত্র মূল্যে ইজারা হলেও এই ব্রিজ দিয়ে চলা চলজারীদের কাছে থেকে টোল নামক চাদা নিয়া হচ্ছে।এই টোল নামক চাদা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পকেট থেকে আদায় করা হচ্ছে।

    স্থানীয় এমপি মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি এবং আমরা এলাকাবাসী , আমাদের এম,পি মহোদয়ের কাছে এই সেতুটির টোল ফ্রি করনে মুজিব বর্ষের সেরা উপহার বলে মনে করব এবং বর্তমান সরকার ও বর্তমান এমপি মহোদয়ের কাছে চির কৃতজ্ঞ থাকব । আশা করি জনগণকে নিরাশ করবে না ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ