• Uncategorized

    মোহনপুর নৌপুলিশের অভিযানে ১৩ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ

      প্রতিনিধি ২ এপ্রিল ২০২১ , ৩:৫৮:৩০ প্রিন্ট সংস্করণ

    মোহনপুর নৌপুলিশের অভিযানে গত ত মাসে ১৩ লক্ষ ১৪ হাজার ২’শ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে ৷ যার মূল্য ৪ কোটি ১৯ লক্ষ ৪ হাজার টাকা ৷জব্দকৃত  কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস  করা হয়েছে ৷চলতি বছরের ১ জানুয়ারী হতে ৩১ মার্চ  পর্যন্ত এই তিন মাসে মতলব উত্তরের মেঘনায় ঝাটকা রক্ষা অভিযানে  মোহনপুর নৌপুলিশ ফাড়ীর ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মো. হোসেন সরকারের নেতৃত্বে  এসআই মো. রিপন প্রধানসহ সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এই নিষিদ্ধ কারেন্ট জাল আটক করেন পুলিশ ৷

    এছাড়াও ফেব্রুয়ারী মাসে ৫ কেজি ও  মার্চ মাসে ৭০কেজি ঝাটকা মাছ  জব্দ করে এতিম খানায় বিলিয়ে দেওয়া হয় জার মূল্য  প্রায় ৭ হাজার টাকা এবং ফেব্রুয়ারী মাসে ১টি ও মার্চ মাসে ৪টি মোট ৫টি মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়েছে যার মূল্য ১২ লক্ষ ৭২ হাজার টাকা ৷ ফেব্রুয়ারী মাসে ২ জেলে আটক  ২টি মামলা দায়ের এবং মার্চ মাসে ৯ জেলেকে আটক করে ৩টি মামলা দায়ের করে ঝাটকা ধরার অপরাধে আটককৃত জেলেদের  জেলহাজতে প্রেরণ করা হয় ৷মতলব উত্তরের ষাটনল হতে লক্ষীপুরের চরআলেকজেন্ডার পর্যন্ত মেঘনা নদীতে মার্চ ও এপ্রিল ২ মাস  ঝাটকা নিধন বন্ধঘোষনা করাহয়েছে ৷

    মতলব উত্তর থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা মৎসলীগের সভাপতি ওমরআলী বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ ৷ ঝাটকা নিধন  বন্ধ করতে পারলে ইলিশের উৎপাদন বহুগুনে  বৃদ্ধিপাবে তাই  ঝাটকা রক্ষা করা আমাদের প্রতিটি নাগরীকের নৈতিক  দায়িত্ব ও কর্তব্য৷

    মোহনপুর নৌপুলিশ ফাঁড়ীর ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মো. হোসেন সরকার বলেন,১ মার্চ হতে ৩০ এপ্রিল পর্যন্ত ঝাটকা নিধন নিষিদ্ধ করা হয়েছে  ঝাটকা  রক্ষায় আমাদের অভিযান অব্যাহ আছে নিষেদাজ্ঞা অমান্য  করে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে কোন জেলে মেঘনা  নদীতে ঝাটকা দরার চেষ্টা করলে  তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং  উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ঝাটকা রক্ষায় মোহনপুর নৌপুলিশ ফাঁড়ীর  পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে ৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ