• রাজশাহী বিভাগ

    মে দিবসে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলেন ডাঃ আবু রায়হান

      প্রতিনিধি ২ মে ২০২৩ , ১২:৪০:৩৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ কাওছার হাবিব-স্টাফ রিপোর্টার:

    নওগাঁর পত্নীতলায় মহান মে দিবস উপলক্ষে দিনব্যাপী অসহায়,দরিদ্র নিম্ন আয়ের মানুষ সহ নানা শ্রেণী পেশার শতাধিক মানুষকে ফ্রী চিকিৎসা সেবা দিয়েছেন ডাঃ আবু রায়হান( রাজিন)

    সোমবার ( ১লা মে) সকালে উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় দি স্কয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে এ চিকিৎসা সেবা দেন তিনি।

    চিকিৎসা নিতে আসা আম্বিয়া বেওয়া বলেন , অভাব অনটনে দিন কাটে, টাকার অভাবে ঠিকমতো ডাক্তার দেখাতে পারিনা। বড় ডাক্তার দেখামু কেমনে, এখানে এসে বিনা টাকায় ডাক্তার আমারে চিকিৎসা দিলো, ডাক্তার সাব আমার কথা ভালভাবে শুনে অষুধ লিখে দিলো ডাক্তারের আল্লাহ ভাল করুক।

    ডা. আবু রায়হান (রাজিন) বলেন, মহান মে দিবস আজ।শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর এই দিনটি পালিত হয়। দিবসটি উপলক্ষে আজ সরকারি ছুটি সেই সুবাধে এলাকার সকল পেশার মানুষদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। এখানে ডায়াবেটিস, বাত ব্যাথা, এলার্জি, মাথা ব্যাথাসহ বিভিন্ন সমস্যার রোগীদের সম্পূর্ণ ফ্রি চিকিৎসা দিয়েছি। এর আগেও বিভিন্ন দিবসে আমি ফ্রী চিকিৎসা দিয়েছি আগামীতেও করতে চাই।

    ডাক্তার আবু রায়হান রাজিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক পদে চাকুরী করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ