• আন্তর্জাতিক

    মার্কিন ড্রোন হামলায় সিরিয়ার আইএস প্রধান নিহত

      প্রতিনিধি ১৩ জুলাই ২০২২ , ২:১২:১৭ প্রিন্ট সংস্করণ

    মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সিরিয়া প্রধান মাহের আল-আগাল নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১২ জুলাই) এ হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

    এ বিষয়ে পেন্টাগনের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ডেভ ইস্টবার্ন জানিয়েছেন, সিরিয়ার জিন্দাইরিস এলাকার কাছে মোটরসাইকেলে করে যাওয়ার সময় ড্রোন হামলায় নিহত হন মাহের আল-আগাল। এ হামলায় মাহের আল আগালের শীর্ষস্থানীয় উপদেষ্টাদের একজন গুরুতর আহত হয়েছেন।

    এছাড়াও পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ড্রোন হামলায় মাহের আল-আগালের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। সিরিয়া ও ইরাকের বিভিন্ন অংশে আইএস-এর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের চলমান অভিযানের অংশ হচ্ছে মঙ্গলবারের এই ড্রোন হামলা। এর আগে সিরিয়ার উত্তরাঞ্চলের আতমে শহরে একটি অভিযান চালায় যুক্তরাষ্ট্র।

    ওই অভিযানে আইএসের প্রধান আবু ইব্রাহীম আল-কুরায়শি নিহত হন।সিরিয়ায় এর আগে আরো বেশ কয়েকটি বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ২০১৯ সালে সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নারী-শিশুসহ ৭০ জন বেসামরিক লোক নিহত হওয়ারও অভিযোগ ওঠে। পরে ওই ঘটনা পর্যালোচনার নির্দেশ দেন পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ