• রাজশাহী বিভাগ

    মান্দায় ইউপি নির্বাচনের ফলাফল

      প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২১ , ১:৪১:৫১ প্রিন্ট সংস্করণ

    তৌকির আহম্মেদ-মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

    সারাদেশের মতো রবিবার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর মান্দা উপজেলায় ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ৩টিতে আওয়ামী লীগ ও ৪টিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও ৭টিতে স্বতন্ত্র প্রার্থীরা বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

    ভোটের আগের সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করলেও ভোটের দিনের চিত্র ছিল একেবারেই উল্টো। কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিকেলে পুরুষ ভোটাররা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। শীতের তীব্রতা উপেক্ষা করে সকাল ৮টা থেকেই ভোটাররা ভোট কেন্দ্রে এসে লাইন ধরে ভোট দিয়েছেন।

    উপজেলার মান্দা ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বাকি ১৩টি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯৩ জন, সাধারণ সদস্য পদে ৫৪৩ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৭৩ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

    নির্বাচনে বিজয়ী হলেন- বৃহত্তর মান্দা উপজেলার ভাঁরশো ইউপির মোস্তাফিজুর রহমান সুমন (নৌকা), ভালাইন ইউপির বিদ্রোহী প্রার্থী গোলাম মোফস্তা মণ্ডল (ঘোড়া), পরানপুর ইউপির মাহফুজুর রহমান উজ্জ্বল (নৌকা), মান্দা সদর ইউপির স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন (চশমা), গনেশপুর ইউপির স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম চৌধুরী বাবুল (আনারস), মৈনম ইউপির আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আনিছুর রহমান (মোটরসাইকেল), প্রসাদপুর ইউপির স্বতন্ত্র প্রার্থী আবদুল মতিন (ঘোড়া), কুসম্বা ইউপির স্বতন্ত্র প্রার্থী নওফেল আলী মণ্ডল (মোটরসাইকেল)।

    তেঁতুলিয়া ইউপির স্বতন্ত্র প্রার্থী মোকলেছুর রহমান কামরুল (চশমা), নুরুল্লাবাদ ইউপির স্বতন্ত্র প্রার্থী ইয়াছিন আলী (চশমা), কালিকাপুর ইউপির বিদ্রোহী প্রার্থী আশরাফুল ইসলাম বাবু (মোটরসাইকেল), কাঁশোপাড়া ইউপির বিদ্রোহী প্রার্থী মো. ছালাম (আনারস), কশব ইউপির ফজলুর রহমান (নৌকা), বিষ্ণপুর ইউপির স্বতন্ত্র প্রার্থী এস.এম. গোলাম আজম (আনারস) নির্বাচিত হয়েছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ