• Uncategorized

    শেরপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

      প্রতিনিধি ৩ নভেম্বর ২০২০ , ১:৫৯:৩৮ প্রিন্ট সংস্করণ

    মো. জাকারিয়া খান জাহিদ-শেরপুর রিপোর্টার:

    শেরপুরে জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ৩ নভেম্বর (মঙ্গলবার) সকালে শহরের নবীনগর এলাকায় (ছাওয়াল পীরের মাজারের বিপরীত পাশে) ওই ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

    উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি ও সাদিয়া রহমান অপিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    জানা যায়, প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ওই ভবন নির্মাণ কাজটি বাস্তবায়ন করছে জেলা গণপূর্ত বিভাগ। তিন তলাবিশিষ্ট ওই ভবন নির্মাণ কাজ আগামী ২০২১ সালের জুন মাসে শেষ হওয়ার কথা রয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ