• আইন ও আদালত

    মাদক মামলায় লাজু‌ সরদার কে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত

      প্রতিনিধি ৯ মার্চ ২০২২ , ১:৫০:১৭ প্রিন্ট সংস্করণ

    মোঃ নুরুল আমিন সরকার-সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি:

    গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার মাদক মামলায় লাজু সরদার নামে একজনের ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৯ মার্চ) দুপুরে গাইবান্ধা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, উপেন্দ্র চন্দ্র দাস এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামি লাজু সরদার সুন্দরগঞ্জ পৌরসভা ৩ নং ওয়ার্ডের মৃত কামাল সরদারের ছেলে । আদালত সূত্রে জানা যায়, বিগত ২৩-০৬-২০২০ তারিখ বিকাল ৫.৩০ ঘটিকায় সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২১ পুড়িয়া হেরোইন ও ১২ পিস ইয়াবাসহ পুলিশ তাকে হাতেনাতে আটক করে।

    আসামী কে জিজ্ঞাসাবাদে স্বীকারোতিতে সুন্দরগঞ্জ থানার তৎকালিন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ বুলবুল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীর বসতঘরের ভিতর থেকে আরো ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ৮(ক) ও ১০(ক) ধারায় সুন্দরগঞ্জ থানায় মামলা হয়। মামলাটি নিস্পত্তি করতে ৮ জন পুলিশ ও একজন স্থানীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহন করা হয়। রায় প্রকাশের পর আসামীকে কারাগারে পাঠানো হয়। এছাড়া ও তার নামে আরও ৬টি মাদক মামলা রয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ