• আইন ও আদালত

    সৈয়দপুরে ৭৭০ পিছ ইয়াবা, ও নগদ অর্থসহ দুইজন গ্রেফতার

      প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২২ , ৫:৫৭:৫৯ প্রিন্ট সংস্করণ

    উজ্জ্বল আহমেদ-নীলফামারী প্রতিনিধিঃ

    নীলফামারী জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সৈয়দপুর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদকদ্রব্য ব্যাবসায়ীদের গ্রেফতার করেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর প্রচেষ্টায় প্রতিনিয়ত বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সেবনকারী ও ব্যাবসায়ীদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে। তাদে লক্ষ হলো সমাজ থেকে মাদক নির্মূল করে সমাজ কে একটি উন্নত পরিবেশ তৈরী করা। কেননা মাদকদ্রব্য ব্যাত্তি, পরিবার, সমাজ রাষ্ট্র সকল সেক্টর এ নানা ভাবে সমাস্যা সৃষ্টি করে।জীবনমান উন্নয়ন এ ব্যাখ্যাত ঘটায় অর্থনৈতিক ও মানুষের নৈতিকতা নষ্ট করে। তাই নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর জোড় পদক্ষেপ হলো উন্নত সমাজ গড়তে প্রতিটি স্থান থেকে মাদকদ্রব্য সেবনকারী ও ব্যাবসায়ীদের নির্মূল করা।

    আর এই পরিপ্রেক্ষিতে চলমান অভিযানে ১৭/০২/২০২২ ইং তারিখ সকাল ৮.৩০ ঘটিকায় ডিএনসি নীলফামারীর একটি অভিযানকারী দল পরিদর্শক জনাব মোঃ আশরাফুল হকের নেতৃত্বে সৈয়দপুর উপজেলার বাড়াইশাল পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে আসামী ১। হারুন আর রশিদ, বয়সঃ ৬০, পিতাঃ মৃত অমিজ উদ্দিন সরকার সাংঃ বাড়াইশালপাড়া ( আদর্শ পল্লী) থানাঃ সৈয়দপুর, জেলাঃ নীলফামারী এবং ২। মোছাঃ বিলকিস, বয়সঃ ৩৫, স্বামীঃ মোঃ ওয়ালিউল আলী সরকার, সাংঃ বাড়াইশালপাড়া ( আদর্শ পল্লী) থানাঃ সৈয়দপুর, জেলাঃ নীলফামারীতে ৭৭০ পিছ ইয়াবা ও নগদ ২,৭২,০০০ টাকা সহ গ্রেফতার করে। অতপর সৈয়দপুর থানায় আসামীদ্বয়ের নামে একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ